Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার সোনার বিস্কুটের সাথে রয়েছে বিদেশ যোগ, দাবি ইডি কর্তাদের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

অপার ফ্ল্যাট ঠিক যেন ধনকুবের। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার রথতলার একটি বেসরকারি আবাসন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অর্থ সেই সাথে সোনার বিস্কুট, গয়না। দক্ষিণ কোলকাতার ফ্ল্যাট এবং বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল। গ্রেফতার হওয়ার পর থেকেই অর্পিতাকে বার বার বলতে শোনা গিয়েছে, এই বিষয়ে তিনি কিছুই জানতেন না, এই টাকা তার নয়। তবে ইডি কর্তাদের কাছ থেকে জানতে পারা গিয়েছে এক নতুন তথ্য। অন্যদিকে প্রায়ই বিদেশে উড়ে যেত পার্থ অর্পিতা জুটি।

ইডি সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির সাথে যোগ রয়েছে বিদেশের। তাদের মতে, দুবাই ব্যাংকক এর মত দেশে সরাসরি দোকান থেকেই কিনতে পারা যায় এই রকম সোনার বিস্কুট, তবে সোনার বিস্কুট গুলি কিভাবে দেশে এসেছে তা এখনও স্পষ্ট নয় ইডি আধিকারিকদের কাছে। সূত্রের খবর, সোনার বিস্কুট গুলির পেছনে রয়েছে সিরিয়াল নম্বর, সেই নম্বর খতিয়ে দেখেই সমস্ত তথ্য জানা যাবে বলে মত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তাদের। সোনার বিস্কুটের সাথে পাওয়া গিয়েছে সোনার বালা, তবে তার মধ্যে কোনো রকম হলমার্ক নেই। সাধারণত দোকান থেকে কোনো সোনা কেনা হলে তার মধ্যে থাকে হলমার্ক, যাতে সোনার বিশুদ্ধতা যাচাই করা যায়। বিশেষজ্ঞদের মতে, বালা গুলিও বানানো হয়েছে সোনার বিস্কুট গলিয়ে, তাতে কাচা হাতের চাপ স্পষ্ট। সেই সাথে তারা আরও জানিয়েছেন, বৌবাজার কিংবা বরাহোনগরের কোনো কারিগর দিয়ে করানো হয়েছে এই সমস্ত বালা এবং গয়না, যার ওজন বাজার চলতি সোনার গয়নার থেকে অনেকটাই বেশি এবং উজ্জ্বলতাও অনেকটাই কম, কারণ তাতে কোনো খাদ মেশানো নেই। তবে তার মধ্যেও কিছু গয়না রয়েছে আধুনিক নিকশার কিন্তু তাতেও কোনো হলমার্ক নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News