Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

পুরনো ৫০০ টাকার নোট এখনো পড়ে আছে ঘরে? ভাবছেন কি করবেন? ৫০০ টাকার বদলে লাখ টাকা পেতে পারেন আপনি জেনে নিন কিভাবে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

নোট বন্দির পর থেকে বাতিল হয়ে পড়ে পুরনো ৫০০ টাকার নোট কিন্তু অনেকের কাছে এখনো পর্যন্ত সেই টাকা রয়ে গেছে। অনেকেই সেই টাকা বদলাতে বা চালাতে পারেনি তাই বাতিলের খাতায় একটা কাগজের টুকরোর মতই রয়ে গেছে এই নোট এই পুরোনো নোট থেকে আয় করা যাবে লাখ টাকা

তবে শুধু পুরনো নোটই নয় এরকম অনেক নোট আছে যার রিজার্ভ ব্যাংকে ছাপানো হয় কিন্তু দেখা যায় সেগুলোতে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে কিছু কিছু নোটে দেখা যায় দুবার সিরিয়াল নাম্বার ছাপানো হয়েছে আবার কোনো নোটে মাপের গন্ডগোল স্বাভাবিকভাবেই ব্যাংক কর্তৃপক্ষ এই নোটগুলি বাতিল করে দেয় তবে এই নোটগুলি পাশ থেকে দশ হাজার টাকা দিয়ে বহু গ্রাহক কিনে নেয় কোন নোটে যদি সিরিয়াল নাম্বার 2 বার ছাপানো হয় তাহলে সেই 500 টাকার নোট বিক্রি করে ৫০০০ টাকা আবার কখনো নোটের মাপের গন্ডগোল হলে সেটি বিক্রি করে ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়


ঠিক সেরকমই কারোর কাছে যদি পুরনো ৫০০ টাকার নোট থাকে তাহলে সেও সেটি বিক্রি করে পাঁচ থেকে দশ হাজার টাকা পেতে পারবে এটি সম্ভব ওল্ড ইন্ডিয়া কয়েন ডট কম নামে একটি অ্যাপের দ্বারা যারা পুরনো ৫০০ টাকার নোট বিক্রি করতে যায় তারা এই ওয়েবসাইটটিতে গিয়ে নিজের নাম ও তথ্য দিয়ে নথিভুক্ত করবে এবং সাথেই ওই নোটটির একটি ছবি আপলোড করে দেবে এবার যে গ্রাহক সেটি কিনতে চাইবে সে তার সাথে সরাসরি যোগাযোগ করে নেবে এভাবেই টাকার বিনিময়ে পুরনো বা বাতিল নোট  খুব সহজেই বিক্রি করে দেওয়া যায়

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News