Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আরবিআই এর নয়া প্রকল্প টোকেনাইজেশন, সুরক্ষিত থাকবে আপনার কার্ড

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad digital Desk:

ডিজিটালাইজেশনের যুগে আমরা বেশিরভাগ লেনদেন করেই থাকি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, জিপে, ফোনপে ইত্যাদি ব্যবহার করে। বাজারে গিয়ে জিনিসপত্র কেনার প্রচলন প্রায় উঠে গেছে বললেই চলে, এখন অনেক স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের পোশাক-আশাক থেকে শুরু করে, দরকারি জিনিস অনলাইনেই পাওয়া যাচ্ছে  খুব সহজে। এছাড়া কোন জিনিস পছন্দ না হলে সেটির রিটার্ন হয়ে যাচ্ছে ঘরে বসেই। আরও বলা চলে যে  দোকানে জিনিস কিনতে গেলে সেটি অনেক সময় পাল্টে দিতে গেলে আপত্তি কোড়ে,  আবার কখনো কোন গন্ডগোল থাকলে সেটি গিয়ে সময় করে পাল্টানো হয়ে ওঠেনা। সেক্ষেত্রে এক অভিনব সুযোগ এনে দিয়েছে অনলাইন মার্কেটিং। যেকোনো জায়গায় বসে যে কোন কিছু অর্ডার করা যাচ্ছে খুব সহজে। কিন্তু আমরা যারা অনলাইনে মাধ্যমে জিনিসপত্র কিনি তারা বেশিরভাগটাই অনলাইনে পেমেন্ট করে থাকি , যার ফলে প্রতারকদের জাল বিছিয়ে পড়ছে চারিদিকে। যে কার্ড বা আইডি ইউজ করে আমরা পেমেন্ট করি সেগুলি সুরক্ষিত থেকে যায় সেইসব অনলাইন অ্যাপে। যার ফলে প্রতারণা  খুব সহজেই সেখান থেকে গ্রাহকদের তথ্য জেনে ফেলে প্রতারনার জ্বাল বিছাতে সুবিধে । এর থেকে বাঁচার জন্য এক অত্যাধুনিক প্রকল্প টোকেনাইজেশান ব্যবস্থা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। গত জুলাই মাসের ১ তারিখ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে এর দ্বারা কোন গ্রাহকের কার্ডের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে আর সেভ করা থাকবে না। কিভাবে ব্যবহার করা যাবে এই পদ্ধতিঃ-


প্রথমেই কোন অনলাইন অ্যাপ এ গিয়ে কিছু জিনিস কিনতে হবে এবং এবারে তাদের যাবতীয় তথ্য সেখানে দিতে হবে । এর পরেই একটা পরবর্তী ধাপ আসবে সেটিতে লেখা ঠাকবে "secured your card"এই অপশনে ক্লিক করতে হবে যার ফলে টোকেনটি তৈরি হয় সেটি সেভ হয়ে যাবে ।  এর আগে সেই জায়গায় ওয়েবসাইটে কার্ডের তথ্য সেফ থাকতো। টোকেনাইজেশনে আবেদন করার শেষ তারিখ 30 শে সেপ্টেম্বর।

 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন
Related News