Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

মাঙ্কি পক্সের নয়া উপসর্গ

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

কেরলে মাঙ্কি পক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের থেকে পাওয়া ভাইরাসের রূপ এবং ইউরোপে আক্রান্ত ব্যক্তিদের ভাইরাসের রূপ আলাদা। পরীক্ষা নিরীক্ষা করে এমনটাই জানিয়েছেন সি এস আই আর ইনস্টিটিউট অব জিনেমিক্স এন্ড ইন্টারগেটিভ বায়োলজি বিজ্ঞানীরা। নমুনা পরীক্ষার পরই এই দাবি করেছেন বিজ্ঞানীরা।
বায়োলজি বিজ্ঞানীরা জানিয়েছেন কেরলের আক্রান্ত ব্যক্তিদের থেকে পাওয়া মাঙ্কি পক্সের রূপ এ- ২। এর আগে এই রূপ দেখা গেছে আমেরিকা এবং থাইল্যান্ডে। তবে ইউরোপে ছড়িয়ে পড়া ভাইরাসের রূপটি হল বি -২।
এই দুটি ভাইরাসের মধ্যে কোনটি বেশি সংক্রামক তার তথ্য এখনো পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। ভারতের আক্রান্ত হয়েছেন চারজন। দুজনের নমুনায় জিনের গঠন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাঙ্কি পক্সের ভাইরাস ছড়িয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন সহ  বিশ্বের অনেক দেশে। ফলে তৈরি হয়েছে উদ্বেগ। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে মাঙ্কি পক্স ভাইরাসের নয়া উপসর্গের কথা। র‍্যাশ এবং অন্যান্য ত্বকের সমস্যাকেই মাঙ্কি পক্সের উপসর্গ মানা হচ্ছিল কিন্তু 'দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন স্টাডি' নামে গবেষণায় দেখা যাচ্ছে আক্রান্ত ব্যক্তিদের শরীরে নয়া উপসর্গ। মলদ্বারে ঘা ও যৌনাঙ্গে ক্ষতের উপসর্গ। বিশেষজ্ঞরা আরও জানান ১৫ শতাংশ রোগীর মালদ্বারে যন্ত্রণা হওয়ার কথাও। তারা এটাও জানান যৌনবাহিত রোগ না হলেও মাঙ্কি পক্সের উপসর্গ গুলির সঙ্গে  সিফিলিস এবং হারপিসের মতো যৌনবাহিত রোগের উপসর্গের মিল আছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ মহামারি স্বাস্থ্য
Related News