#Pravati Sangbad Digital Desk:
কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছেন রোদ্দুর রায় । অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে পুলিশের বিরুদ্ধে আদালতে দারস্থ হয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে কলকাতার একাধিক থানায় অভিযোগ জমা পড়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। এরপর রোদ্দুরকে গ্রেফতার করা হয় গোয়া থেকে। একাধিক মামলার জেরে জেল খাটেন ইউটিউবার রোদ্দুর রায় ওরফে অনির্বাণ রায়।
আদালতে তার জামিন মঞ্জুর হয়েছে কিছুদিন আগে। কিন্তু এবার রোদ্দুর রায় নিজেই পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে হাজির হলেন আদালতে শুধু তাই নয় কলকাতা হাইকোর্টে রক্ষা কবজের আবেদন জানান রোদ্দুর রায়। শুধু এতেই থেমে থাকেননি তিনি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় করা এফআইআর গুলি খারিজ করার জন্যও আবেদন করেছেন । চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আছে।