Flash News
Monday, September 22, 2025

ফের লরির ধাক্কা শুভেন্দু অধিকারীর কনভয়ে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

এক মাসেই দুবার।সোমবার রাতে কালিকাপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়।কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচ চুরমার হয়ে যায় লরির ধাক্কায়।গত ১ জুলাই মারিশদায় কনভয় দুর্ঘটনার ১০ দিন পর ফের লরির ধাক্কা কনভয়ে।অবশ্য বিরোধী দলনেতা সুরক্ষিত আছেন।কিছু হয়নি তাঁর। শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়ির লুকিং গ্লাস লরির ধাক্কায় চুরমার হয়ে যায় বলে এমনটাই জানা গিয়েছে।দুর্ঘটনা পরেই দাঁড়িয়ে যায় শুভেন্দুর কনভয়। শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ধরে ফেলেন লরির চালককে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। এবং ঘটনার তদন্ত করছে পুলিশ।

গত ১ জুলাই মারিশদায় এক দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়।সেদিন সকাল এগারোটা নাগাদ কাঁথির শান্তিকুঞ্জ থেকে মেচেদার দিকে রওনা দিচ্ছিলেন বিরোধী দলনেতা।পথে ১১৬ বি জাতীয় সড়কের কাছে মারিশদায় উল্টোদিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ে থাকা সিআরপিএফ এসকর্ট গাড়িকে।দূর্ঘটনা ঘটার পরেই পালিয়ে যায় লরিটি।তবে, সোমবারের ঘটনায় আটক করা হয় লরির চালককে। প্রসঙ্গত, গতবার দুর্ঘটনার পর শুভেন্দু অধিকারী ট্যুইট করেন, একটি ভারী গাড়ি আমার কনভয়ে একটি সিআরপিএফ-র একটি এসকর্ট গাড়িতে ধাক্কা দেয়।ভগবান জগন্নাথের কৃপায় কারও কোনও আঘাত লাগেনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা রাজনৈতিক রাজ্য
Related News