Flash News
Monday, September 22, 2025

এবার থেকে পুরসভার স্কুলেও দেওয়া হবে ইংরেজি ভাষার ওপর জোর!!

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

পুরসভার অন্তর্গত স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে পরিণত করায় এক বড় সাফল্য অর্জন করেছে দিল্লির সরকার। সেই মত কলকাতা পুরসভা অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠন-পাঠন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হয়েছে। বাংলা থেকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হয়েছে। ঠিক ইংরেজি মাধ্যম স্কুলগুলির মতই। যার খরচ রাখা হয়েছে আগের মতই। এবার দিল্লির স্কুলগুলি মডেল হিসেবে কাজে লাগিয়ে কলকাতা পুরসভার অন্তর্গত প্রায় ৮০টি স্কুলকে ইংরেজি মাধ্যমে বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন পদ্ধতিতে পরিবর্তন আনার চেষ্টাও একই সাথে চলবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে কলকাতাজুড়ে ২৪১টি পুর-স্কুল রয়েছে। তারমধ্যে ৭১টি স্কুল আগে থেকেই ইংরেজি মাধ্যমে শিক্ষাদান করা হয়। নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োগে সেখানে প্রাথমিক স্তরের পড়ুয়াদের বিকাশ লক্ষ্য করা গিয়েছে। এবার নতুন ৮০টি স্কুলকে এই একই ধাঁচে ফেলার পরিকল্পনা চলছে৷ জানা যায়, শুধুমাত্র নামেই ইংরেজি মাধ্যম স্কুল নয়, এই পুরস্কুলগুলিতে শিক্ষা পদ্ধতি এমন উন্নত করা হবে যার দরুন পড়ুয়ারা উন্নত মানের শিক্ষা গ্রহণের পাশাপাশি নতুন কিছু শেখার ও জানার আগ্রহ বাড়বে। তাই শহরের বুকে যে সমস্ত স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম চালু হবে সেখানে স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ল্যাব থেকে শুরু করে 'ইংলিশ কমিউনিকেশন স্কিল '- এর উপর জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে।পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা এ বিষয়ে সংবাদমাধ্যমে জানান, দিল্লির যে সরকারি প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেখানে বর্তমানে পদ্ধতি বদলানোর পর বহু পরিবর্তন এসেছে। পরিকাঠামো আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে। যার ফলে দেশের বিশিষ্ট শিক্ষাবিদরাও এর প্রশংসা করেছেন। তাই কলকাতা পুরসভার স্কুলগুলিতে প্রাথমিকস্তরে ইংরেজি মাধ্যম স্কুলের পদ্ধতি অনুসরণ করা যাবে কিনা সে বিষয়ে বর্তমানে চলছে পরিকল্পনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News