#Pravati Sangbad Digital desk:
একাধিক নিয়োগ দূর্নীতি মামলায় ইতিমধ্যেই উত্তাল রাজ্যের পরিস্থিতি। তাঁর মধ্যে নতুন সংযোজন দমকল নিয়োগ দুর্নীতি। দমকল নিয়োগেও দূর্নীতির অভিযোগ তুলে নিয়োগের স্থগিতাদেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার এই স্থগিতাদেশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল হাইকোর্টের তরফে। জানা গেছে, পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী এক সপ্তাহ সময় চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
এবার সেই আবেদন মঞ্জুর করল আদালত। পরবর্তী শুনানি আগামী সোমবার।
উল্লেখ্য, রাজ্যের দমকল বিভাগে প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। ২০১৮ সালে সেই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। এই চাকরির নিয়োগের ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ তুলে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ ১২ জুলাই পর্যন্ত দমকল নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদের জারি করেছিলেন। অভিযোগ ছিল পরীক্ষায় প্রশ্ন ভুল ছিল। এমনকি খেলোয়াড় কোটা বা অগ্নিনির্বাপণের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে, যে বাড়তি নম্বর বা সংরক্ষণ পাওয়া যায়, তাও দেওয়া হচ্ছিল না চাকরিপ্রার্থীদের।এখানেই শেষ নয়, সাধারণ চাকরি প্রার্থীকেও তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই নিয়োগে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনকে হলফনামা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এদিন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে জানানো হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে তাঁরা পারবেন না। এই মামলায় তাদের আইনজীবী বদল করা হয়েছে যে কারণে তাঁরা বাড়তি কিছু সময়ের আবেদন জানান আদালতে। তাই এবার পাবলিক সার্ভিস কমিশনের আবেদন মঞ্জুর করে সেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।