Flash News
Monday, September 22, 2025

পোস্ট অফিসে অনেকগুলি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া, আবেদন করুন আজই

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati sangbad Digital Desk:

পোস্ট অফিসে বেশ কয়েকটি পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণীর পাশ হলেই হবে। ইচ্ছুক আবেদনকারীরা আবেদন করুন ।আবেদন করার শেষ তারিখ ২০ শে জুলাই। সরকারি চাকরির  প্রতিযোগিতার  বাজারে কার্যত অনেক সমাধান  এনে দিয়েছে আবেদনকারীদের  জন্য  এই বিজ্ঞপ্তি।
জানা গেছে ২৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় পোস্ট অফিস। ইচ্ছুক আবেদনকারীরা পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট Indiapost.govt.in এ গিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা সংক্রান্ত আরো অনেক তথ্য দেখে নিতে পারবে। এছাড়া ইচ্ছুক প্রার্থীরা আবেদন পত্রটি পূরণ করে Sr.manager(JAG), mail motor service no.-37, Greams road, chennai- 600006 এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারবে। এদের মধ্যে থেকেই যোগ্য  ও সঠিক প্রার্থীদের  বেছে নেবে পোস্ট  অফিস। এই পোস্টে আবেদন করার জন্য আবেদনকারীকে ৫৬ অনূর্ধ্ব হতে হবে। এবং ২৪টি  যে পদে নিয়োগ করা হবে সেগুলি গাড়ির চালক পদে তাই ইচ্ছুক আবেদনকারীর দশম শ্রেণী পাশের যোগ্যতা থাকার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং এর যোগ্যতা থাকাও আবশ্যক। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News