আষাঢ়ে আকাশ কেমন থাকবে সপ্তাহের প্রথম দিনে, জেনে নিন ওয়েদার রিপোর্ট

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digita Desk:

সপ্তাহের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা থাকছে কি? কি বলছে আবহাওয়া দপ্তর
কলকাতা জুড়ে  মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হালকা বৃষ্টি হলেও আদ্রতা জনিত কারণে এবং বাতাসে জলীয়বাষ্প থাকায় বেশ অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। তবে উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের ধীরে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি  বাড়তে পারে। তবে সৃষ্টি হওয়া নিম্নচাপ বেশ কিছুটা দক্ষিণমুখী হলেও এর সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গের এই হাল হলেও উত্তরবঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এইসব উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এগুলি ছাড়াও আগামী ২৪ ঘন্টায় তেলেঙ্গানা সহ পাঞ্জাব জম্মু-কাশ্মীর রাজস্থান হরিয়ানা পঞ্জিকার উত্তরাখন্ড প্রভৃতি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কর্ণাটক উপকূলেও আগামী বুধ বৃহস্পতিবার করে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরি উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়াবিদরা জানিয়েছে একটি আফসোর অক্ষরেখা গুজরাট থেকে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত আরব সাগর বরাবর রয়েছে যার কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ
Related News