Flash News
Monday, September 22, 2025

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সরকারি চাকরির আপডেট, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় ৪০০জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। Airport Recruitment Authority Of India Recruitment ২০২২ চাকরির জন্য ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে, কোন রূপ অভিজ্ঞতা ছাড়াই। আপনাদের জানিয়ে রাখি এটি ভারত সরকার দ্বারা স্বীকৃত  এয়ারপোর্ট অফ ইন্ডিয়ায় এই চাকরিটি হবে। এই চাকরির জন্য যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ আমাদের রাজ্যের প্রতিটি ছেলে ও মেয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
আবেদনের আগে জেনে নিতে ঠিক কোন কোন পদে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে, আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত লাগবে, মাসিক বেতন কি রকম দেওয়া হবে ইত্যাদি তথ্য। এই সমস্ত তথ্য জেনে বুঝে সবশেষে আবেদন পদ্ধতি দেখে আবেদন করতে পারেন এই চাকরির জন্য।
এই নিয়োগ অভিযানের মাধ্যমে সিনিয়র সহকারীর (Senior Assistant) ১৬টি ও জুনিয়র সহকারীর (Junior Assistant) জন্য ২টি পদ রাখা হয়েছে। এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে নিতে হবে;মোট ১৮টি শূন্যপদে নিয়োগ করা হবে এই নিয়োগ অভিযানের মাধ্যমে সিনিয়র সহকারীর (Senior Assistant) ১৬টি ও জুনিয়র সহকারীর (Junior Assistant) জন্য ২টি পদ রাখা হয়েছে। প্রত্যেকটি কাস্টের জন্য আলাদা আলাদা করে শূন্যপদ ভাগ করা আছে তা বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখেনিতে পারেন। এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে। SC/ST/মহিলা প্রার্থী/PWD/শিক্ষার্থী যারা সফলভাবে AAI-তে এক বছরের শিক্ষানবীশ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের ফি দিতে হবে না। যেকোনও বিভাগের সব প্রার্থীকে COVID-19-এর জন্য স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থার জন্য ফি হিসাবে ৯০ টাকা দিতে হবে এবং কেবল অনলাইন মোডের মাধ্যমে ফি জমা দেওয়া হবে। যে সকল চাকরিপ্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্য়ে ফি জমা দিতে পারবেন না , তাদের আবেদন গ্রহণ করা হবে না। সেই ক্ষেত্রে নিয়োগের বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন। অনলাইন পরীক্ষার ভিত্তিতে এসব পদে প্রার্থী বাছাই করা হবে। তারপরে অনলাইন পরীক্ষায় তাদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। পরবর্তীকালে পদের জন্য প্রযোজ্য নথি যাচাই করে ট্রেড টেস্টের জন্য ডাকা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা AAI এর অফিশিয়াল সাইট aai.aero-তে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২৯ জুলাই ২০২২ তারিখে বন্ধ হবে। এই নিয়োগ অভিযানের মাধ্যমে ১৮টি পদ পূরণ করা হবে।বেতন ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা দেওয়া হবে।এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া ২৯ জুলাই ২০২২ তারিখে বন্ধ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News