Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

এবার রোহিত শর্মা বিরাট কোহলীর সমর্থনে , বিরাট দলের গুরুত্বপূর্ণ অংশ বললেন রোহিত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

চলতি বছরের শুরুতেই জাতীয় দলের তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে, তবে তার আগে বিসিসিআই এর পক্ষ থেকে একাধিকবার বিরাট কোহলিকে অনুরোধ করা হয়েছিল অধিনায়কত্ব না ছাড়ার জন্য, অন্তত বোর্ডের সর্বময় কর্তাদের এমনটাই দাবি, কিন্তু সাংবাদিক বৈঠকে সব দাবি মিথ্যে বলে জানিয়েছিলেন দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। শুধু তাই নয় রোহিতের নেতৃত্বে বিরাট দলে খেলতে চান না এমনটাও শোনা গিয়েছিল, কিন্তু সব মিথ এক লহমায় ভেঙে দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক।
সেই শুরু তার পর থেকে বিরাট বনাম রোহিত এই দুই অধিনায়কের কেমিস্ট্রি শোনা গিয়েছে বহুবার, কিন্তু বারবার একে অপরের পাশে দাঁড়িয়েছেন দুই জনেই। সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই বিরাট কোহলি, একের পর এক ম্যাচে বারবার ব্যর্থ হচ্ছেন, তবুও তাকে কেন রাখা হয়েছে জাতীয় একাদশের মধ্যে? এই প্রশ্ন বারবার সামনে উঠে আসছে। এবার তারই প্রেক্ষিতে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন রোহিত শর্মা। এদিন সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা স্পষ্ট বুঝিয়ে দেন বিরাট কোহলি জাতীয় দলের গুরুতবপূর্ণ অংশ। তিনি আরো বলেন, “আমি জানি না কারা এই রকম কথা বারবার বলে, সব সময় খারাপ কথা বলা ঠিক নয়। তাছাড়া দলের অন্দরের অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। অনেক দিক বিবেচনা করে আমাদের এগোতে হয়, তাই বাইরের কোথায় আমরা অত কান দিতে চাই না”। তবে সম্প্রতি সূর্যকুমার যাদব এবং দীপক হুডা টি-20 ময়দানে শতরান করেছে, যার ফলে স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে প্রাক্তন অধিনায়কের ওপর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News