#Pravati Sangbad Digital Desk:
এবার প্রবাসে চাকরির সুবর্ণ সুযোগ নিয়ে এলো ডিটিসি বা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন। যদি আপনার বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আজই আবেদন করুন। ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে ম্যানেজার মেকানিক্যাল ট্রাফিক এবং আইটি ম্যানেজার পদে নিয়োগ করবে সংস্থা। মেকানিক্যাল ট্রাফিক ম্যানেজার পদে শুন্য পদের সংখ্যা যথাক্রমে ১০টি এবং আইটি ম্যানেজার পদে শুন্য পদের সংখ্যা যথাক্রমে ১টি। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে পদ দুটির জন্য বেতন হবে প্রায় ৬২ হাজার ৫০০ টাকার কাছাকাছি, তবে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি ভাবে চুক্তি ভিত্তিক বলে জানা গিয়েছে।
মেকানিক্যাল ট্রাফিক ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের নুন্যতম যোগ্যতা হতে হবে অটোমোবাইল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দুই বছরের এমবিএ ডিগ্রি এবং আইটি ম্যানেজার পদে আবেদন করার জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা আইটি বা এমসিএ বা কম্পিউটার সায়েন্সে বিটেক করা বাধ্যতামূলক। সেই সাথে সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে আবেদন করার শেষ তারিখ ১২শে জুলাই, অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে আগ্রহী ব্যাক্তিদের আবেদন করতে হবে। বিস্তারিত জানতে, dtc.delhi.gov.in এই লিঙ্কে ক্লিক করতে হবে।