Flash News
    No Flash News Today..!!
Monday, September 29, 2025

টুইটার কেনার চুক্তি বাতিল করলো ইলন মাস্ক

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

এপ্রিল মাসের শুরুতে ইলন মাস্কের টুইটার কেনার খবর  চাউর হতেই কার্যত শোরগোল পড়ে গেছিলো সোশ্যাল মিডিয়াতে । এর ফলে সংস্থাটির শেয়ার বৃদ্ধি পায় বেশ খানিকটা। ২৫শে এপ্রিল সাড়া জাগিয়ে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিও করেছিল টেসলার প্রধান। তবে তিনমাস যেতে না যেতেই শুক্রবার টুইটার কেনার চুক্তি বাতিল করে দেয় বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি।মাস্কের আইনজীবীর কথা অনুযায়ী, টুইটারের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেখানে একধিক বিধি লঙ্ঘন করা হয়েছে। এই প্রসঙ্গে ইলন মাস্ক জানান, তিনি চুক্তি বাতিল করছেন কারন, টুইটার সংস্থার পদস্থ আধিকারিক এবং কর্মীদের এক-তৃতীয়াংশকে ছাটাই করেছে। 
অপরদিকে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর হুশিয়ারি দিয়ে বলেন, মাস্কের আইনজীবীদের দাবি অনুযায়ী , আমরা তথ্য দিতে চাইনি এই কথাটির মানা সম্ভব নয়। আমরা চুক্তির মুল্য এবং যেসব শর্তে তা করা হয়েছিল, তা বন্ধ করব। তিনি আরও বলেন, টুইটারের বোর্ড চুক্তি কার্যকর করতে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।প্রসঙ্গত চুক্তি হওয়ার পর থেকেই টুইটারের শেয়ার তাৎপর্যপূর্ণ ভাবে কমতে থাকে।
বিশেষজ্ঞদের মতে, টুইটার বর্তমানে আইনগতভাবে ভালো জায়গায় অবস্থান করছে, তাই এই আইনি লড়াই খুবই কম সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া
Related News