Flash News
Monday, September 22, 2025

এবার রাজ্যসভা রাজ করবেন 'পায়লি এক্সপ্রেস'

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষা এবার মনোনীত হলেন রাজ্যসভায়। গত কয়েকবছর ধরে উনি ভবিষ্যতের অ্যাথলিটদের নিজে হাতে তৈরি করছিলেন। শুধু পায়লি এক্সপ্রেস নন  মিউজিকার ইলিয়ারাজা কেও রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে। ঊষা -কে শুভেচ্ছা  জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "পিটি ঊষা জি সকল  ভারতীয়দের কাছে একজন অনুপ্রেরণা। খেলাধুলোয় তাঁর কৃতিত্ব সম্পর্কে সকলেই অবগত। পাশাপাশি গত কয়েকবছর ধরে যেভাবে অ্যাথলিটদের তৈরি করছেন উনি, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য ওনাকে অভিনন্দন। অপরদিকে মিউজিক মায়াস্ত্র ইলিয়ারাজা প্রসঙ্গে প্রধানমন্ত্রী লেখেন,' সৃজনশীল প্রতিভার অধিকারী ইলিয়ারাজা বিভিন্ন প্রজন্মের মানুষকে সমৃদ্ধ করে এসেছেন। তাঁর কাজের মধ্যে দিয়ে সমস্ত অনুভুতি দুর্দান্তভাবে প্রতিফলিত হয়। সেইসঙ্গে তাঁর জীবনের কাহিনীও সমানভাবে উদ্বুদ্ধ করে আমাদের। উনি রাজ্যসভায় মনোনীত হওয়ায় অত্যন্ত খুশি হয়েছি। উল্লেখ্য, এই দুজন ছাড়াও, দক্ষিণ ভারতের আরও দুই ব্যক্তিত্ব মানবপ্রেমী ও ধরমস্থলা মন্দিরের ধর্মাধিকারী বীরেন্দ্র হেগাড় এবং চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ কে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News