Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আগামি আইএসএলে দল গোছানোর জন্য ময়দানে নামলো ইস্ট-বেঙ্গল

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

গত আইএসএল-এ শোচনীয় ফলাফলের পরে আগামী বছর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলগঠন প্রক্রিয়া শুরু করে দিলো কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। ক্লাবের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই না হলেও, দলগঠন প্রক্রিয়া শুরু করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী, গত আইএসএলে ৭ গোল করা দেশন ব্রাউনকে নিতে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। উল্লেখ্য, ময়দানের আরও এক প্রাচীন ক্লাব মহমেডান ব্রাউনের সাথে কথাবার্তা প্রায় পাকা করে নিয়েছিল। হঠাৎ ইস্টবেঙ্গলের আগমনে ব্রাউনের কাছে ব্যাপারটা খানিকটা চাপের হল। কারন, আগামী মরসুমে ইস্টবেঙ্গল আইএসএল খেললেও মহমেডান খেলবে না, সুতরাং ধরে নেওয়া যেতেই পারে আইএসএলের  জন্য ব্রাউন ইস্টবেঙ্গলেই খেলবে। অপরদিকে, মহমেডানে খেলা ভারতীয় ফুটবলার বিকাশ জারুই-কেও দলে নিচ্ছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে  এগ্রিমেন্টের কাগজ বিকাশের কাছে পৌঁছে গেছে। তবে মহমেডানও তাদের দল গুছিয়ে নিচ্ছে। শোনা গেছে, মোহনবাগানে খেলা কিন লুইস কে দলে ভিড়াতে আগ্রহ দেখিয়েছে এই দল। প্রসঙ্গত, লুইস গত মরসুমে আইলিগে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে  ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্টার ফরওয়ার্ড এ খেলার সঙ্গে সঙ্গে দুই উইং-এও সপ্রতিভ ছিলেন। সবমিলিয়ে ১২ ম্যাচে দুটি  অ্যাসিস্ট করেছিলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল
Related News