সুবর্ণ সুযোগ , আসছে অ্যামাজন প্রাইম ডে সেল

banner

journalist Name : Samata Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

 ভারতে আগামী ২৩ এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে অ্যামাজন প্রাইম ডে সেল। এই সেলের মাধ্যমে ক্রেতারা পেতে চলেছে আকর্ষণীয় এবং বাম্পার অফার।  স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য বিভিন্ন প্রোডাক্টের উপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজন প্রাইম ডে সেলের সমস্ত খুঁটিনাটি; ভারতে অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হবে ২৩ জুলাই রাত ১২-টায় এবং শেষ হবে ২৪ জুলাই রাত ১১.৫৯-এ।  ৪৮ ঘণ্টার এই অ্যামাজন প্রাইম ডে সেলে পাওয়া যাবে ৩০,০০০-এর উপরে প্রোডাক্ট এবং এর মধ্যে গ্লোবাল প্রোডাক্ট ছাড়াও রয়েছে প্রায় ৪০০-এর উপরে ভারতীয় প্রোডাক্ট। অ্যামাজন প্রাইম ডে সেলে লঞ্চ করা হবে প্রায় ২,০০০-এর উপরে ছোট এবং মিডিয়াম দেশীয় প্রোডাক্ট ,এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার। অ্যামাজন প্রাইম ডে সেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকেরা পাবে প্রায় ১০ শতাংশ ছাড়।  এছাড়াও অ্যামাজন পে ব্যবহার করে ২,৫০০ টাকার কেনাকাটা, বিল পে এবং রিচার্জের উপরে ইউজাররা পাবে আকর্ষণীয় রিওয়ার্ড। অ্যামাজন প্রাইম মেম্বাররা ৫ শতাংশ ক্যাশব্যাক অফার পাবে। 
অ্যামাজন প্রাইম ডে সেলে অ্যামাজন ইকো, ফায়ার টিভি এবং কিন্ডলের উপরে পাওয়া যাবে ৫৫ শতাংশ ছাড়।  প্রাইম মেম্বাররা পাবে ৫০ শতাংশ ছাড় অ্যাড অন সাবস্ক্রিপশন ১২টি স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে। অ্যামাজন প্রাইম ডে সেলে অ্যামাজন প্রাইম ভিডিও রিলিজ করতে চলেছে দুটি অ্যামাজন অরিজিনাল সিরিজ। এই সেল, ভারত ছাড়াও  অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মেক্সিকো ইত্যাদির মতো দেশে হতে চলেছে ১২ এবং ১৩ জুলাই। এছাড়াও সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটসেও অনুষ্ঠিত হতে চলেছে অ্যামাজন প্রাইম ডে সেল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News