Flash News
Monday, September 22, 2025

বাড়ছে করোনা: মরশুমী জ্বর ভেবে হেলাফেলা নয়, দরকার কোভিড টেস্ট।

banner

journalist Name : Samata Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে কোভিডের প্রকোপ উর্দ্ধমুখী, বুধবার ফের  সংক্রমণ পেরল ২ হাজারের গণ্ডি। একদিনে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ২৩৫২ এবং কেবল কলকাতায় গত ২৪ঘন্টায়  আক্রান্ত ৮২৫ জন। সাথে বাড়ছে মরশুমি সর্দি-কাশিও। আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজে অফিস পৌঁছতে পৌঁছতে সেই জামা গায়েই শুকিয়ে যাচ্ছে। হচ্ছে সর্দি-কাশির সমস্যা। অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা, জ্বর। বেশিরভাগ অফিসই এখন শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে ভেজা মাথায় আর ভেজা জামাতে এসির মধ্যে দীর্ঘক্ষণ  ঠান্ডা তো লাগবেই। শিশুদেরও  দেখা দিচ্ছে এই একই সমস্যা। অধিকাংশই স্কুল থেকে ফিরছে সর্দি, কাশি জ্বর নিয়ে।
মরশুমি এই ফ্লুও খুবই সংক্রামক,এবং কোভিড আর এই জ্বরের উপসর্গ একই । ফলে দু-একদিন জ্বর, গা-মাথা ব্যথা, সর্দি-কাশি, ক্ষুধামান্দ্য থাকলে কেউই প্রথমে কোভিড পরীক্ষা করার কথা ভাবেন না।  যাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কম, তারা আগে আক্রান্ত হয়। এই তালিকায় শিশু থেকে বয়স্ক তাঁদের সংখ্যাটাই বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, কোভিড হয়ে থাকলে পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। নইলে কোনও ভাবেই সেরে ওঠা সম্ভব নয়। কারণ কোভিড পরীক্ষা করালে তবেই সঠিক ওষুধ পড়বে এবং রোগ নিরাময় হবে ঠান্ডা লাগলে তার সঙ্গে গলা ব্যথার সমস্যাও থাকছে। অনেকেই ভাবছেন অতিরিক্ত ঠান্ডা জল খাওয়ার ফলে গলা ব্যথা। খেয়াল রাখতে হবে, গলা ব্যথাও কিন্তু কোভিডের অন্যতম লক্ষণ। সেই সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হলে দীর্ঘ সময়ের জন্য ক্লান্তি থেকে যায় শরীরে। এই জ্বর, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথার পাশাপাশি ক্লান্তি থাকলে ফেলে না রেখে কোভিড পরীক্ষা করান। পরামর্শ মেডিসিনের চিকিৎসক অরিন্দম বিশ্বাসের। তাঁর কথায়, ‘ঘরে ঘরে জ্বর-সর্দি লেগে রয়েছে। ভুগছে বাচ্চারাও। তাই জ্বর, গলা ব্যথা, ডায়েরিয়ার মত উপসর্গ থাকলে আগেই কোভিড পরীক্ষা করান। নইলে অজান্তেই আপনার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে অন্যদের মধ্যে’। পাশাপাশি ডাঃ বিশ্বাস জোর দেন বুস্টার ডোজেও। সুস্থ থাকতে জরুরি টিকাকরণ। তাই যাঁদের সুযোগ রয়েছে তাঁরা অবশ্যই বুস্টার নিয়ে রাখুন। 
প্রসঙ্গত, এখনও পর্যন্ত স্পুটনিকের কোনও বুস্টার ডোজ আসেনি আর এই ব্যাপারে ICMR-থেকে নেই কোনও নির্দেশিকাও। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি রাজ্য
Related News