Flash News
Monday, September 22, 2025

অগ্নিবীর হবেন ভাবছেন? তাহলে এই তথ্যগুলি আপনার জন্যই

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অগ্নিপথ যোজনা নিয়ে উত্তাল গোটা দেশ, প্রকল্পের বিরোধীতা করে দেশের বিভিন্ন রেল স্টেশনে ভাঙচুরও চালিয়েছিল বিক্ষোভকারীরা , কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি, নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যদিও অগ্নিপথ প্রকল্পের ঘোষণা আগেই করেছিলো কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তবে করোনা মহামারির কারণে কার্যকর করা হয়নি সেই সময়, তবে গত মাসে কার্যকর হয়েছে দেশের তিন সামরিক বাহিনীতে ভর্তির এই নতুন নীতি, তার পরেই ক্ষোভে ফেটে পরে অনেকেই। কেন্দ্রের এই নতুন নীতি অনুযায়ী দেশের তিন সামরিক বাহিনীতে নিয়োগ হবে ৪ বছরের জন্য, তার পরে মাত্র ২৫ শতাংশকে বাহিনীতে কমিশন করা হবে অর্থাৎ চাকরির মেয়াদ বৃদ্ধি করা হবে।
এই প্রকল্পের বিরোধিতা করে আন্দোলনকারীদের দাবি, ৪ বছর পরে তাদের কি হবে? অবশেষে নীতি পরিবর্তন করে দেশের আধা সামরিক বাহিনীতে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, বর্তমানে নতুন নীতিতে দেশের সামরিক বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে।
কেন্দ্রের এই নতুন নীতির ফলে কীভাবে সেনা বাহিনীতে ভর্তি হবে সেটা দেখে নেওয়া যাক, অগ্নিপথ স্কিমের নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে, অর্থাৎ তরুণ জওয়ান গড়ে তুলতে চাইছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে স্বাভাবিক নিয়ম মেনেই হবে ভর্তির র‍্যালি, সেখানে উত্তীর্ণ হলে তবেই পরবর্তী প্রক্রিয়া আয়োজিত হবে, এ ক্ষেত্রে যে কোন শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করার যোগ্য বলে মনে করা হবে। অগ্নিবীরদের প্রথম অর্থ বর্ষে বেতন হবে ৩০ হাজার টাকা এবং চতুর্থ বর্ষে অর্থাৎ চাকরি থেকে অবসর নেওয়ার আগে বেতন হবে ৪০ হাজার টাকা, সেই সাথে অবসরের সময়ে এককালীন প্রায় ১২ লক্ষ টাকার কাছাকাছি মিলবে অগ্নিবীরদের তাও কোন রকম কর ছাড়া। অন্যদিকে সামরিক বাহিনীতে বর্তমানে যেমন বিভিন্ন ভাতা দেওয়া হয় ঠিক তেমনই ভাতা দেওয়া হবে কর্মীদের। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি দেশ সামরিক
Related News