Flash News
Monday, September 22, 2025

মেলবোর্নে স্বীকৃতি ৮৩’র , উপস্থিত থাকবেন কপিল দেব

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital desk:

রণবীর  সিং অভিনীত  ৮৩ এবার  দেখানো হবে  মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র  উৎসবে। কপিল দেবের অধিনায়কত্বে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ  জয় কে নিয়ে তৈরী এই সিনেমা মুক্তি পেয়েছিল  ২০২১ এর শেষে। এখানে মুখ্য  চরিত্র  কপিল  দেবের  ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অভিনেতা রণবীর  সিং কে।
মেলবোর্নে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি। করোনা পরিস্থিতিতে দুই বছর ভার্চুয়ালি এই অনুষ্ঠান পালন করা হয়েছিল এই বছর তাই এখানে উপস্থিত থাকবেন অনেক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী সহ কলা কুশলীরা এছাড়া সব থেকে বড় চমক উপস্থিত থাকবেন ভারতীয় অধিনায়ক কপিল দেব। ৮৩ দেখানো হবে বলেই বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে তাকে এছাড়াও  আরো ২৩  টি ভাষাতে ১০০ টি র বেশী সিনেমা দেখানো হবে। তবে এই আমন্ত্রণ  পেয়ে বিশেষ আনন্দিত কপিল দেব , তিনি বলেন চলচ্চিত্র  ও ক্রিকেট  এই দুই-ই ভারত তথা গোটা বিশ্বের  কাছে আকর্ষনীয়। তিনি এও বলেন যে তিনি অধীর  অপেক্ষায় আছেন এরকম একটি মঞ্চে যাওয়ার জন্য।  এর আগে শাহরুখ বা করন জোহরের মতো ব্যক্তিত্ব উপস্থিত  থাকলেও এবারে কপিল  দেব ছাড়া আর আর কে থাকবে জানা যায়নি। ১২ থেকে ১৪ ই আগস্ট  পর্যন্ত  চলবে অনুষ্ঠান ,সমাপ্তির দিন থাকবে পুরস্কার  বিতরণী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News