Flash News
Monday, September 22, 2025

রাজ্যে প্রথমবার সন্দেহের তালিকায় এলো মাঙ্কি পক্স (Monkey Pox)

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

কোভিড অতিমারীর দাপট পুরোপুরি কাটার আগেই মাঙ্কি পক্স ভাইরাস সংক্রমণে উত্ত্যক্ত ইউরোপের বিভিন্ন দেশ সংক্রমণ ছড়িয়েছে আমেরিকাতেও। এবার সন্দেহ করা হচ্ছে রাজ্যে এসেছে সেই ভাইরাস। ইউরোপ ফেরত এক যুবককে মাঙ্কি পক্স (Monkey Pox) হতে পারে সেই সন্দেহে চিহ্নিত করা হয়েছে। ওই যুবককে ইতিমধ্যেই কলকাতার ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
অসুস্থ যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। জানা গিয়েছে, কয়েকদিন আগেই ইউরোপের একটি দেশ থেকে ঘুরে ফিরেছেন তিনি। তারপরেই গায়ে ' র‍্যাশ ' - সহ মাঙ্কি পক্সের অন্যান্য উপসর্গ দেখা যায় তার শরীরে, তারপরেই তাকে কলকাতার সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং মাঙ্কি পক্স হতে পারে বলে সন্দেহ হওয়ায় তার রক্তের এবং অন্যান্য নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-তে।
এখনো সেই পরীক্ষার রিপোর্ট আসেনি তবে আশা করা হচ্ছে আগামী সোমবার অথবা মঙ্গলবার সেই নমুনার রিপোর্ট আসবে। এখন তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। এবং তার পরিবারকে সতর্ক থাকতে বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাজরা বলেছেন, 'ওই যুবকের বাড়ি ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডে। গায়ে র‍্যাশ নিয়ে ওই যুবক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সন্দেহ করা হচ্ছে , তাঁর মাঙ্কি পক্স হয়ে থাকতে পারে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি রাজ্য
Related News