Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

টেস্টের তৃতীয় দিন, সামান্য স্বস্তিতে ভারতীয় দল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#কানপুর:

দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের দুই ওপেনিং জুটির ব্যাটিং কারিশ্মার সাক্ষী থেকেছিল কানপুরের গ্রিনপার্ক ময়দান, দ্বিতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ছিল ১২৯ রান, উইল করেছিলেন ১৮০ বলে ৭৫ রান আর ওপর প্লেয়ার টম লাথাম ১৬৫ বলে ৫০ রান। আজ সেই সিরিজের তৃতীয় দিন। তবে উইকেতকিপার ঋদ্ধিমান সাহার কাঁধে চোটের জন্য গ্লাফস হাতে নামতে দেখা গেল শ্রীকর ভরতকে। কাল নিউজিল্যান্ডের অপরাজেয় দুই ব্যাটসম্যান মাঠে নেমে পরলেন, কিছুক্ষণের মধ্যেই অশ্বিনের অ্যাটাকে ভারত তার প্রথম সাফল্য পায়। অশ্বিনের বলে আউট হলেন উইল ইয়ং, ৮৯ রান করে তিনি ড্রেসিং রুমে ফিরে যান, শতরান থেকে মাত্র ১১ রান দূরে থামতে হয় তাঁকে। নিউজিল্যান্ডের স্কোর তখন ৬৬ ওভার বলে ১৫১। মাঠে নামলেন উইলিয়ামসন, ৬৭ ওভারে কিউয়িদের স্কোর দাড়াই ১৫২, উইকেটের বিনিময়ে। ৭০ ওভার আস্তে আস্তেই অশ্বিনের বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইয়ং আউট হবার পরেই উমেশ যাদবের বলে বধ হন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। মাত্র ১৮ রান করে প্যাভলিয়ন ফিরে যান উইলিয়ামসন। নিউজিল্যান্ড ১৯৭ রানে দ্বিতীয় উইকেট হারায়। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে মাঠে নামলেন রস টেলর। কিন্তু তিনিও বেশিক্ষন ক্রিজে টিকে থাকতে পারেননি। ৯৫ ওভারে অক্ষর প্যাটেল টেলরকে ড্রেসিং রুমে ফিরে যেতে বাধ্য করেন, ৯৫ ওভারে স্কোর দাড়াই ২১৪, উইকেটের বিনিময়ে।

এর কিছুক্ষনের মধ্যেই ফের রান আউট হন টম লাথাম, রান করেছিলেন ৯৫। ৯৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ২১৮ রান উইকেটের বিনিময়ে। ১০০ ওভার আস্তে আস্তে নিউজিল্যান্ডের স্কোর ২২৬, উইকেট হারিয়ে। ১১৪ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ২৪৪, উইকেটের বিনিময়ে। চায়ের বিরতিতে কিউয়িদের স্কোর দাড়াই ২৪৯/, রবীন্দ্র জাদেজা ম্যাচে যোগ দেবার আগে অক্ষর প্যাটেল রস টেলর, হেনরি নিকোলাস, টম ল্যাথামের মতো উইকেট নিজের নামে করে তাক লাগিয়ে দেন, এটিই ছিল তার কাছে অস্তিত্ব বজায় রাখার লড়াই। চায়ের বিরতির পর ১২৪ ওভারে আউট হন ব্লান্ডেল, স্কোর দাড়াই ২৫৯ উইকেটের বিনিময়ে। এরপরেই জেমিসন আক্রমণাত্মক রূপ ধারণ করে বাউন্ডারির জন্য মিড অনের দিকে ব্যাট তাক করে জেমিসন। ১২৬ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ২৬৪, উইকেট হারিয়ে। অক্ষর প্যাটেল তার চতুর্থ টেস্টে উইকেট পান। মাত্র ২৩ রান করে জেমিসনকে আউট করেন অশ্বিন। ১৪০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ২৯০, টি উইকেট হারিয়ে, নিউজিল্যান্ড তার লক্ষ্য থেকে মাত্র ৫৫ রান পেছনে। শেষ কিউয়ি বধ হয় অশ্বিনের বলে, নিউজিল্যান্ড ২৯৬ রানে অলআউট। আজিঙ্ক রাহানে পড়ে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেননি তা বোঝাই গেল।

দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ওভারই জুটল ভারতীয় ব্যাটসম্যানদের কপালে, কিন্তু তার মধ্যেই জেমিসনের বলে ঘরে ফিরে গেলেন শুভমন। ১। ওভার বলে ভারতের স্কোর দাড়াই , উইকেটের বিনিময়ে। খেলা শুরুর দ্বিতীয় দিনে ভারতীয় গ্রিনরুমের ছবিতা যেমন ছিল আজ তা পুরোপুরি বদলে ফেলেছেন ভারতীয় বোলাররা। তৃতীয় দিনের শেষে অনেকটাই স্বস্তিতে ভারত, বলা যায় নিউজিল্যান্ডের থেকে অনেকটাই ওপরে নিজেদের ধরে রাখতে পেরেছেন ভারতীয় খেলোয়াড়রা। 

 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল ক্রিকেট
Related News