Flash News
Monday, September 22, 2025

এবার কোর্বেভ্যাক্স এবং কোভ্যাকসিন দেওয়া যাবে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের COVID-19 এর Corbevax এবং Covaxin নামে দু'টি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে জানা গিয়েছে এই তথ্য। তবে ভ্যাকসিনেশন কর্মসূচিতে উক্ত ভ্যাকসিনগুলি কবে থেকে চালু করা হবে সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১৬ জুন একটি সভা অনুষ্ঠিত হয়েছিল STSC তথা NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি-র। সেখানেই Biological E-এর Corbevax এবং Bharat Biotech-এর Covaxin ডেটা পর্যালোচনা করা হয়েছিল এবং তার পরেই সভাতে উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের মধ্যে এইসব টিকা দেওয়ার জন্য সুপারিশ করা যেতে পারে।
তবে একটি সরকারি সূত্রের খবর, NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটির সদস্যরা নাকি একথাও জানিয়েছেন,এযাবৎ করোনাভাইরাসের কারণে শিশুমৃত্যুর যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তা ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয়। তবে STSC-র পরবর্তী মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এমনটাই শোনা গিয়েছে,চলতি বছর এপ্রিল মাসে ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য কোর্বেভ্যাক্স ও ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে কোভ্যাক্সিন-কে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
শুক্রবার,৮ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক কোভিড সংক্রমণ পেরিয়েছে ১৮ হাজার।তবে দেশে কোভিডের দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যুহার।
৮ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে দেশে কোভিড-গ্রাফ-
●কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮১৫ জন।
● গতকাল দৈনিক আক্রান্ত ছিল ১৮ হাজার ৯৩০।
● গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৮ জনের।
● গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫।
● এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩।
● মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৮৫ হাজার ৫৫৪।এবং গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
● বুলেটিন অনুযায়ী দেশে পজিটিভিটি রেট ৪.৯৬%।
● দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা দেশ
Related News