Flash News
Monday, September 22, 2025

রাজ্যে অভিন্ন চিকিৎসা খরচে রাশ টানতে এবার চিকিৎসা খরচের তালিকা প্রস্তুত করতে স্বাস্থ্য কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

এবার লাগাম স্বাস্থক্ষেত্রের খরচে। বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্‍সার খরচ নিয়ে অভিযোগ ওঠে ভূরি ভূরি; ভর্তি হওয়ার রোগীর ক্ষেত্রে চড়া বিল নিয়ে সরব হন রোগীর আত্মীয়রা। কেন রাজ্যের বেসরকারি হাসপাতাল গুলিতে চিকিত্‍সার খরচে নজরদারি হবে না কেন?  রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন চিকিৎসার জন্য ভিন্ন হবে?
অভিযোগ, রাজ্যের মানুষ চিকিত্‍সা করাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন।চিকিৎসা পদ্ধতি এক, কিন্তু রাজ্যে এক-এক জায়গায় জায়গায় খরচ আলাদা আলাদা। নেই কোনও চার্ট। কেন? ইনডোর বা আউটডোরের খরচা নিয়ে কোনও নির্দেশিকা থাকবে না?এইরকম অনেক প্রাসঙ্গিক প্রশ্ন তুলেই হাইকোর্টে দায়ের হওয়া  জনস্বার্থ মামলার  শুনানি হাইকোর্টে হল শুক্রবার। সেই শুনানিতে হাজির ছিল রাজ্যের স্বাস্থ্য কমিশন।  কমিশনের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালের ইনডোর এবং আউটডোরে চিকিত্‍সার খরচ নিয়ে ট্যারিফ তৈরির কাজ প্রায় শেষের পথে। সেই কাজ শেষ করে চলতি মাসেই রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে আদালতে জানানো কমিশন।তবে এর পাশাপাশি মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত আরও একটি বিষয় বলেন। তিনি বলেন, "এটা ছাড়াও আরেকটি বিষয় আছে। সেটা হচ্ছে নজরদারি। চার্ট তৈরি করে ছেড়ে দিলে হবে না। এই মর্মে কী করা উচিত, সেটাও আদালতকে জানিয়েছি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য জনস্বার্থ
Related News