Flash News
Monday, September 22, 2025

কাপলিং খুলে গিয়ে ভয়ঙ্কর বিপত্তি হাওড়াগামী উলুবেড়িয়া লোকালে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার আবদা স্টেশন। আজ শুক্রবার সকাল ৮.৪৮ নাগাদ হাওড়াগামী ডাউন উলুবেড়িয়া লোকাল আবদা স্টেশন থেকে বেরনোর পরেই হঠাৎ ট্রেনটির দুটি বগির সংযোগস্থলে থাকা কাপলার খুলে যায়। ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে দিলে, ট্রেনটি থেমে যায়। দেখা যায় ১২টি বগির মধ্যের ৭টি কামরার সাথে বাকি পাঁচটি কামরার সংযোগ বিচ্ছিন্ন হয়। ট্রেনের গতি কম থাকায় বড় বিপত্তি এড়ানো গেছে। প্রতক্ষ্যদর্শীদের কথায়, এদিন সকাল ৮.৩০ মিনিটে হাওড়া্র উদ্দেশে উলুবেরিয়া লোকাল রওনা দেয়। সাকরাইল এবং আবদা স্টেশনের মাঝে ৭ এবং ৮ নং বগি দুটি আলাদা হয়ে যায়। ঘটনাস্থলে ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে যায়। পরে রেল আধিকারিকরা বগি দুটি জুড়ে দেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা
Related News