#Pravati Sangbad Digital Desk:
অনলাইন শপিং করতে ভালোবাসেন? প্রায়ই কিছু না কিছু সামগ্রী বাড়ি এসে পৌঁছে দিয়ে যায় ডেলিভারি বয়? তাহলে পরিবেশ দূষণের জন্য আপনিও খানিকটা দায়ী, বলছে এক সমীক্ষার রিপোর্ট। সম্প্রতি ইউরোপ, আমেরিকা এবং ভারতের মোট ৯০ টি কুরিয়ার সংস্থার ওপর সমীক্ষা চালিয়েছে এক সংস্থা, আর তাতেই উঠে এসেছে এমন তথ্য। ভারতের মধ্যে এগিয়ে দিল্লি, মুম্বাই তিন নম্বরে রয়েছে আমাদের তিলোত্তমাও। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে বেড়েছে অনলাইন শপিং এর বহর, ঠিক একই ভাবে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন কুরিয়ার সার্ভিস সংস্থার কাজও, প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ পণ্যকে নিজের সঠিক ঠিকানাই পৌঁছে দিচ্ছে কুরিয়ার সংস্থাগুলি, আর তাতেই ঘনিয়ে আসছে বিপদ, বাতাসে মিশছে কার্বন ডাই অক্সাইড। কলকাতার হিসাবে বলতে গেলে প্রায় ৬০ হাজার টন কার্বন ডাই অক্সাইড মিশছে আকাশে পাশাপাশি সমগ্র ভারতের আকাশে বছরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ হাজার টনের মতো, যা পরিবেশবিদদের রাতের ঘুম কেরেছে। উল্লেখ্য গত ১লা জুলাই থেকে ভারতে প্লাস্টিকের ব্যবহারে নিয়ন্ত্রণ করেছে কেন্দ্র সরকার, সেই সাথে কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকারও। কিন্তু উল্টো দিকে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়লে তা প্লাস্টিকের থেকে কোনো অংশে কম ক্ষতি করবে না পরিবেশের। তবে এর উপায়ও বলে দিয়েছেন পরিবেশবিদরা। তারা বলছেন যত দ্রুত সম্ভব ডেলিভারি সংস্থাগুলিকে বৈদ্যুতিক গাড়ি চালানোর ওপর জোর দিতে হবে, জোর দিতে হবে ই-স্কুটার সার্ভিসে তাহলেই ধীরে ধীরে কমবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ।