#Pravati Sangbad Digital Desk:
সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে পথ দুর্ঘটনার সংখ্যা। পথ নিরাপত্তা সপ্তাহ করা হলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোথাও বেপরোয়া গাড়ির গতি, কোথাও বা বিনা হেলমেট না অবস্থায় মোটর বাইক চালানো ফলে দুর্ঘটনা সংখ্যা বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এরই মধ্যে বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার দুটি জায়গায় পথ দুর্ঘটনা ঘটে। মুর্শিদাবাদের সালার ও সামশেরগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের উপর দুটি পৃথক ভাবে পথ দুর্ঘটনা ঘটে। এই দুটি দুর্ঘটনায় আহত হল মোট ৯জন যাত্রী।
একদিকে বুধবার সকালে সাড়ে ন'টা নাগাদ কান্দি সালার রাজ্য সড়কে রায়গ্রামের কাছে একটি পথ দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে সামনের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে উল্টে যায় যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। বর্ধমান থেকে যাত্রী নিয়ে কান্দির পুরন্দরপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছে গাড়ির চালক সহ ছয় যাত্রী। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা গ্রস্হ গাড়িটি উদ্ধার করে।
অন্যদিকে বুধবার সকালে আরেকটি দুর্ঘটনা ঘটে সামসেরগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কে। অটো এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সামসেরগঞ্জ থানার চশকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজন জখম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। জখমদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়।