#Pravati Sangbad Digital Desk:
রাজ্যের পুলিশ কর্মীদের মোবাইল ফোন ব্যাবহারের নতুন নির্দেশিকা প্রকাশ করলো কোলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার। সম্প্রতি ২শরা জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে প্রবেশ করেছিলেন হাফিজুল মোল্লা, শুধু তাই নয় জামার ভেতরে ছিল লোহার রডও। পুলিশ সূত্রে খবর হাফিজুলের যোগ রয়েছে বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যের, পাশাপাশি যোগ রয়েছে বাংলাদেশেরও। একটি মোবাইল সহ প্রায় ১০টি সিম কার্ড পাওয়া গেছে অভিযুক্তের কাছ থেকে। সূত্রের খবর, পাড়ার ছোট বাচ্চাদের চকোলেট দিয়ে তাদের মুখ্যমন্ত্রীর বাড়ির ওপর নজর রাখার কাজ করতেন হাফিজুল। লাল বাজার থানা সূত্রে খবর হাফিজুলের সাথে রয়েছে বড় চক্র, খুব দ্রুত তাদের সকলকে পুলিশ হেফাজতে নেবে। এর আগেও নবান্নে ঢোকারও চেষ্টা করেছিলেন হাফিজুল। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাড়ানোর দিকে নজর দিচ্ছে কোলকাতা পুলিশ। আগামীকাল ২১শে জুলাই তৃণমূলের সমাবেশ, তার আগেই কর্তব্যরত পুলিশদের মোবাইল ব্যাবহারে নতুন বিজ্ঞপ্তি দিলো কোলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচী, টহলদারির মতো ডিউটিতে এবার থেকে যখন তখন মোবাইল ব্যাবহার করতে পারবেন না পুলিশ কর্মীরা, শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যাবহার করা যাবে মোবাইল। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের পরেই নিরাপত্তা বাড়াতে তৎপর কোলকাতা পুলিশ। পাশাপাশি নবান্নের দায়িত্বে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মী এবং কনস্টেবলদেরও এই নির্দেশিকা দেওয়া হয়েছে।