মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে দিনদিন বৃদ্ধি পাচ্ছে বেকারের সংখ্যা।তবে এবার চাকরি প্রার্থীদের জন্য এক বড়ো সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। সরকারের মিড মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে।জলপাইগুড়ি জেলায় হবে কর্মী নিয়োগ।এই মর্মে নিয়োগের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ১টি শূন্যপদ রয়েছে।
এক নজরে দেখে নিন এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য-
■ বয়স -
 ১ জানুয়ারি ২০২২ এর মধ্যেই আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে।
■ শিক্ষাগত যোগ্যতা -
 যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হলে এই পদে আবেদন করা যাবে।তবে তার সঙ্গে বাধ্যতামূলক কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা কোর্স।
■ বেতন - 
প্রতিমাসে বেতন পাওয়া যাবে ১১ হাজার টাকা।
■ আবেদন পদ্ধতি - 
কেবলমাত্র অফলাইনেই এই আবেদন করা যাবে।এবং যাবতীয় নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
■ আবেদনপত্র পাঠানোর ঠিকানা - The Block Development Officer, Kranti Development Block, Uttar Saripakuri, Jalpaiguri- 735318.

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি
Related News