Flash News
Monday, September 22, 2025

যশের সঙ্গে সংসার বেঁধে বিদ্রুপের শিকার নুসরত

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

প্রথমে শ্বেতা সিং কালহনস তারপর নুসরতের সঙ্গে সংসার বাঁধেন হয় যশ দাসগুপ্ত ।রায়াংশ তাঁদেরই সন্তান। যশ, নুসরত, রায়াংশ এবং যশের বড় ছেলে ঈশান-এই চার জনকে নিয়ে ভরা সংসার। তবে বাচ্চাদের নিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে চান না যশরত।
কিছুদিন আগে সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী নুসরত জানিয়েছেন, "আমাদের দুজনেরই মত থাকে মা বাবা হিসেবে। যশের বড় ছেলেকেও সংবাদমাধ্যম থেকে বরাবর দূরে রাখা হয়েছে। আমরা চাই ওরা বড় হোক আর নিজেদের মতো বেড়ে উঠুক কোনও রকম তকমা ছাড়া।"অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত  সুখে সংসার করছেন। তবে গত বছর তাঁদের কোল আলো করে এসেছে এক পুত্র সন্তান। তবে ঈশানকে নিয়ে সংবাদমাধ্যমের এখনো মুখোমুখি হননি তাঁরা। যশের প্রথম সন্তান সহ চারজনের সুখী সংসার। প্রসঙ্গত, নুসরত গর্ভবতী খবরটি সামনে আসতেই  অনেক ট্রোলিং এর মুখে পড়েছিলেন তিনি। তবে সে সব কথা অতীত বলেন নুসরত।
নুসরত আরও বলেন, "আমি সোজা সাপটা  কথা বলতে ভালবাসি। তার মানে এই নয়, আমার সিদ্ধান্তের ব্যাপারে ফিরিস্তি দেব। কিছুক্ষেত্রে  আমি চুপ থাকতে পছন্দ করি। তবে চুপ করে আছি তার  মানে নিজেকে ভুল মনে করছি, এটা ভেবে নেওয়া ভুল । তাই যা কিছু বিরক্ত করে তার থেকে দূরে থাকাটাই ভাল। মহিলা হিসেবে  কোনও অতিরিক্ত অধিকার দাবি করিনি। ওম্যান কার্ড বা ভিক্টিম কার্ডও ব্যবহার করিনি।" উল্লখ্য গত বছরে  প্রথমে নুসরত ইশানের বাবার নাম প্রকাশ্যে না আনায় নুসরত কে সিঙ্গেল মাদার ভেবেছিলেন সবাই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব
Related News