Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

তৃণমূল ছাত্র পরিষদ নতুন গান প্রকাশ করল ২১ জুলাইয়ের উদ্দেশ্যে

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

২১ জুলাইয়ের আগে নতুন গান প্রকাশ করল তৃণমূল ছাত্র পরিষদ। দু'বছর পর ফের রাজপথে তৃণমূলের ২১ জুলাই। শহিদ দিবস উপলক্ষ্যে তৃণমূলের তরফ থেকে মহানগরের বুকে বিরাট জনসমাবেশ হয়। গত দু'বছর করোনা কারণে বন্ধ ছিল জনসমাগম। তবে এবার আগের মতোই ধর্মতলায় মঞ্চ বাঁধা হবে। মঞ্চে উপস্থিত থাকবেন মমতা ব্যানার্জি। তাঁর বক্তব্য শুনতে জেলা থেকে আসবেন হাজার হাজার মানুষ। লক্ষ্য এবার রেকর্ড পরিমাণ জনসমাগমের। তৃতীয় দফার ভোট জয়ের পর এটাই প্রথম জনসমাগম তৃনমূলের। সেদিক থেকে এবারের সমাগম যে নিজেদের রেকর্ডই ভেঙে ফেলবে সে বিষয়ে নিশ্চিত দলের নেতা মন্ত্রীরা। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করছে রাজ্যের শাসক দল।

এবার তৃণমূল ছাত্র পরিষদের তরফে তৈরি করা হয়েছে নতুন গান। গানে বলা হয়েছে, "নতুন দিনের পথে এগিয়ে যেতে হবে, থেকে যাবে ঠিক জোড়াফুল।" গানের প্রতি লাইন শুনেই বোঝা যাচ্ছে ২১ জুলাইয়ে আগে নতুন করে কর্মী সমর্থকদের উদ্দীপিত করতেই এই গান। মমতা ব্যানার্জির লড়াই, হার না মানা অদম্য মনোভাব, তাঁর নির্দেশেই এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে গানের প্রতি লাইনে। রাজনৈতিক মহলের মতে, ২১ জুলাইকে সামনে রেখেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই গান তৈরি করা হয়েছে। রবিবার বিকেলেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে এই গান প্রকাশ করবেন।এবারের গানটি গেয়েছেন কেশব দে, সুরও দিয়েছিলেন তিনি। আর গানের কথা লিখেছেন বাদল পাল। গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য লেখেন, “আক্রমণের লক্ষ্যে ছিলেন দু’জন। একজন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন ছাত্রযুবর কাছে জনপ্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News