#Pravati Sangbad Digital Desk:
টানা কয়েক মাস ধরে জারি রয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এ যুদ্ধ যেন অবনিস্বর, শেষ নেই। আর এবার যুদ্ধ বিরতি নিয়ে মন্তব্য করার জন্য রাশিয়ান পুলিশ গ্রেফতার করল রাশিয়ার জনপ্রিয় সাংবাদিক মারিনা ওভসিওনিকোভাকে। তার বিরুদ্ধে অভিযোগ টেলিভিশনে অনুষ্ঠান চলাকালীন তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে মন্তব্য করেছেন। যদিও সে দেশের পুলিশ এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
জানা গিয়েছে মারিনা ওভসিওনিকোভা রাশিয়ার একজন বিশিষ্ট সাংবাদিক। বেশ নাম ডাকও রয়েছে তার। তবে এর আগেও তিনি যুদ্ধ বিরতি নিয়ে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয় গত মার্চে যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নেমেও প্রতিবাদ করেন মারিনা। পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রপতিকে হত্যাকারী বলেও সম্বোধন করেন তিনি। তবে মারিনার আইনজীবী দিমিত্রি জাখভাতোভ জানিয়েছে, “ মারিনাকে পুলিশ ধরে কোথায় নিয়ে গিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি, তবে খুব দ্রুত তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানতে চেয়েছেন তিনি।