#Pravati Sangbad Digital Desk:
গত শীতে গাঁটছড়া বেঁধে ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী দুর্নিবার সাহা এবং মীনাক্ষী মুখোপাধ্যায় তবে বছর ঘুরতেই সেই সম্পর্কে পড়লো ছেদ। ধুমধাম করে অসংখ্য তারকাদের উপস্থিতিতে হওয়া সেই বিয়ে ভেঙে গেল এক বছরের মধ্যেই। ধর্ম মতে বিয়ের আগে আইনি বিয়ে অবশ্য অনেক আগেই সেরে ফেলেছিলেন দুর্নিবার এবং মিনাক্ষি।
এবার টলিপাড়ায় উঠলো গুঞ্জন তবে সেটা সত্যি। দ্বিতীয়বার প্রেমে পড়েছেন দুর্নিবার। এবারের সঙ্গী ঐন্দ্রিলা সেন অর্থাৎ প্রসেনজিত চট্টোপাধ্যায়ের পিএ। সম্প্রতি একটি ছবিতে তাদের ঘনিষ্ঠ ভাবে দেখা যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। দুর্নিবার এবং ঐন্দ্রিলার ঘনিষ্ঠ সেই ছবিতে ঐন্দ্রিলা কে ভালোবাসার ক্যাপশন দিতে দেখা গেছে ,
“তুমি পাশে থাকলেই ধন্য এ জীবন
আমার জীবনে আসার জন্য ধন্যবাদ”,
এছাড়াও সেই ক্যাপশনে সে যুক্ত করেছে “হ্যাঁ তোমায় ভালোবাসি” কথাটি। এখানেই শেষ নয় পাল্টা উত্তর দিয়েছেন দুর্নিবার নিজে। সে লিখেছে “এটাই ভাগ্য ভালোবাসি তোমার চেয়ে বেশি ভালোবাসি”। তাহলে এবার সব জল্পনার অবসান এই জন্যই প্রথম বিয়েতে ভাঙ্গন পড়লো দুর্নিবারের তা নিয়ে গুঞ্জন উঠছে নেট পাড়ায়। যদিও তাদের নতুন প্রেমের বয়স খুব বেশি নয় এর আগেও ঐন্দ্রিলা সেনকে অনেক ঘনিষ্ট ছবিতে দেখা গেছে রাহুল দেব বোসের সাথে। তবে এবার দুজনেই দুজনের প্রাক্তনদের ভুলে নতুনভাবে পথ চলতে শুরু করেছে।