#Pravati Sangbad Digital Desk:
বাংলাদেশের পদ্মা সেতু ২৫ শে জুন উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর থেকেই দ্বিতল সেতুর একটা অংশে গাড়ি চলাচল শুরু হয়। কিন্তু বাংলাদেশে পদ্মা সেতুতে কবে থেকে চলবে ট্রেন তা নিয়ে উদ্বেগ জমে ছিল মানুষের মনে। বাংলাদেশের রেল মন্ত্রী মুহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন চলতি মাসেই রেল সংযোগের কাজ শুরু হবে। তিনি আরো বলেন, শনিবার বাংলাদেশের রেলওয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। রেল যোগাযোগের কাজ কবে থেকে শুরু হবে বৈঠকে। রেল সংযোগ এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে আগামী সপ্তাহ থেকে।
পদ্মা সেতুর রেল যোগাযোগ ব্যবস্থা খতিয়ে দেখার জন্য শুক্রবার মাওয়া স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। জানিয়েছেন ২০২৩ সালের জুন মাসের মধ্যেই ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পারদর্শিতা দূরদর্শিতা দেখিয়েছেন এবং নিজের অর্থে এই সেতু তৈরি করা হয়েছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত করা হবে রেললাইন। সরকার ২০২৪ সালের জুন মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পূর্ণ করা হবে বলে মনে করছেন।
এই প্রকল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক ঢাকা থেকে মাওয়া, দুই মাওয়া থেকে ভাঙ্গা এবং তিন ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত।
রেলমন্ত্রী বলেছেন, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইনের কাজ শেষ হলে রাজবাড়ী হয়ে ফরিদপুর, যশোর, খুলনা এবং বেনাপোল পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব হবে। রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রেলের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার ও উচ্চপদস্থ আধিকারিকরা।