#Pravati Sangbad Digital Desk:
আজ ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ, এরপরই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ, তবে দলের বাইরেই রাখা হয়েছে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। রোহিত শর্মা সহ গোটা দলই আজ ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু সূত্রের খবর আরও কিছু দিন লন্ডনেই পরিবারের সাথে সময় কাটাতে চান প্রাক্তন অধিনায়ক।
আগামী মাসেই শুরু হবে এশিয়া কাপ, তবে আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে ১লা আগস্ট থেকে মাঠে দেখা যাবে বিরাটকে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে মাঠে চেনা স্বভাবে দেখা যাচ্ছে না বিরাট কোহলিকে, অনেকেই মনে করছেন তাকে টি-২০ দল থেকে বাদ দেওয়া উচিৎ, কিন্তু আপাতত এই ব্যাপারে কান দিতে নারাজ অধিনায়ক রোহিত শর্মা সহ জাতীয় দলের নির্বাচকরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ এবং ওয়ান ডে সিরিজে শুধু বিরাট কোহলিকেই নয়, বিশ্রাম দেওয়া হয়েছে যুজবেন্দ্র চাহাল এবং যশপ্রীত বুমরাকেও। উল্লেখ্য, একের পর এক ম্যাচে ব্যর্থতার পরে আজকের ম্যাচে বিরাট কোহলির ওপরেই বিশেষ নজর থাকবে বলে সূত্রের খবর, অন্যদিকে নবাগতদের ক্রমাগত ভালো পারফর্মেন্স চাপ বাড়াচ্ছে বিরাট কোহলির। সামনেই এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কাতে তার আগে বিরাটের নিজেকে প্রমাণ করা কার্যত জরুরি বলে মনে করছেন অনেকেই।