#Pravati Sangbad Digital Desk:
ভালবাসার কথা প্রকাশ্যে বললেন দুর্নিবার সাহা। সেই সঙ্গে বিবাহিত জীবনের বিতর্কেও ইতি টানলেন। রবিবার সাতসকালে দুর্নিবার এবং তাঁর প্রেয়সী ঐন্দ্রিলা সেন এ বার প্রকাশ্যেই একে অপরকে বললেন, ‘‘আমি তোমায় ভালবাসি।’’দুর্নিবারকে জড়িয়ে ধরে ছবি দিয়ে ঐন্দ্রিলা লেখেন, “জীবনটা সুন্দর যখন তুমি আশেপাশে থাকো। ধন্যবাদ আমার জীবনে আসবার জন্য এবং আমার পৃথিবীটা এতো সুন্দর করে তোলবার জন্য। হ্যাঁ, তোমাকে ভালোবাসি!” ঐন্দ্রিলা আরও লেখেন, “আমার চিরকালের জন্য, আজীবনের জন্য… এবার আসল গল্পটা লিখুন”। দুর্নিবার পালটা লেখেন, “ভাগ্য…ব্যাস এইটুকুই। আমি তোমাকে ভালোবাসি (মনে রেখো আমি তোমাকে বেশি ভালোবাসি)।”
মাত্র দেড় বছর আগে সামাজিক বিয়ের পর্ব সেরেছিলেন দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়। তবে বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ইতি! হ্যাঁ, গায়কের জীবনে অন্য নারী আসবার গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। জানা গিয়েছিল, এক সেলেব্রিটি ম্যানেজারের প্রেমে পড়েছেন দুর্নিবার। এতদিন ধরে মিডিয়ায় শুধুই চাপা গুঞ্জন,আনুষ্ঠানিকভাবে সেই চর্চিত প্রেমে শিলমোহর পড়েনি।
প্রসঙ্গত, একমাস আগেই দুর্নিবার মীনাক্ষীর সংসার ভাঙ্গার খবর প্রকাশ্যে আসে। যদিও এই নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি মীনাক্ষী অথবা দুর্নিবার। শোনা গিয়েছিল অশান্তির জেরে বহুদিন দুর্নিবারের বাড়ি ছেড়ে দিয়েছিলেন মীনাক্ষী, আলাদাই থাকছিলেন। সম্পর্কের কাটাছেঁড়া নিয়ে আলোচনায় দুজনেই নারাজ। তবে আজ এই সংবাদ যেন মীনাক্ষীর সমস্ত অভিযোগকে সঠিক প্রমাণ করে দিয়েছে।
সম্প্রতি টলিউডে অনুপম রায় ও পিয়া বিয়ে ভেঙেছেন। খানিকটা আমির-কিরণের কায়দায় ডির্ভোসের খবর দিয়েছিলেন অনুপম প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন।