Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মূলত বয়সের কারণেই তাড়াতাড়ি বাবা হতে চান অভিনেতা রণবীর কাপুর

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর আর আলিয়া ভাট। এরপর বিয়ের ঠিক আড়াই মাসের মাথায়, জুলাই মাসেই মা হতে চলার খবর দেন অভিনেত্রী। তারপর থেকেই ট্রেন্ড করছেন হবু মা-বাবা। রণবীর টুকটাক কথাও বলেছেন আলিয়ার মা হতে চলা নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্বীকার করলেন যবে থেকে আলিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয় তবে থেকেই বাবা হওয়ার ইচ্ছেটা তাঁর মাথায় ছিল। আর এটার অন্যতম বড় কারণ ছিল রণবীরের বেড়ে চলা বয়স। 
‘শমশেরা’ অভিনেত্রী বানী কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একবার রণবীরকে প্রশ্ন করেছিলেন কোন বয়সে তুমি বাচ্চা নিতে চাও। আর তাতে জবাব এসেছিল, মানুষের মনে এরকম ভাবনা আসে যখন তাঁরা ৪০ বছরের দিকে এগোয়। রণবীর বলেছিলেন, ‘‘মানুষ যখন ৪০ বছরে প্রায় পৌঁছে যায় তখন তাঁর মনে খেয়াল আসে ‘ইয়ার আমার বাচ্চা যখন ২০ বছরের হবে, তখন আমার বয়স হয়ে যাবে ৬০ বছর। আমি কি আর পারব ওর সঙ্গে কোনও কিছু খেলতে বা ট্রেকে যেতে’?’’
‘শমশেরা’-র পরিচালক করণ মালহোত্রাও জানিয়েছেন আড়াই বছর আগেই রণবীর বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। করণের বলেন, “রণবীরের বাবা হওয়ার উৎসাহ আলাদা মাত্রার। আমি যখন ওকে বলেছিলাম আমাদের একটি সন্তান আছে, রণবীর বলেছিলেন ‘শুভেচ্ছা ভাই। আমিও খুব জলদি বাবা হবো, খুব জলদি।’ তার উদ্দীপনাই ছিল অন্যরকম।”
১৫ মার্চ ২৯ বছরে পা রেখেছেন আলিয়া। আর ২৮ সেপ্টেম্বর নিজের ৪০ বছরের জন্মদিন পালন করবেন রণবীর কাপুর। এই বিষয় নিয়েই তিনি চিন্তিত ছিলেন। তবে নভেম্বরেই আসবে আলিয়া-রণবীরের সন্তান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News