Flash News
Monday, September 22, 2025

লঙ্কায় ‘লঙ্কাকাণ্ড’! আকাশ ছোঁয়া দাম আলুর, ৬০০ টাকায় ডাল

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

অর্থনৈতিক পরিস্থিতির চাপে নুইয়ে-পড়া শ্রীলঙ্কায় আলুর দাম ৪৩০ রুপি প্রতি কেজি। আলুর এই বাজারদর বেহাল। এই বিপুল পরিমাণ দাম দিয়েই নিত্যপ্রয়োজনীয় খাদ্য কিনে খেতে হচ্ছে শ্রীলঙ্কা দেশবাসীকে। আগের ও বর্তমান দামের মধ্যে আকাশ-পাতাল তফাত। ২০১৯-এর নভেম্বরে বিভিন্ন পণ্যের দাম মাত্র আড়াই বছরের ব্যবধানে তা হয়েছে আকাশছোঁয়া। উল্লেখ্য সব থেকে বেড়েছে ডালের দাম।প্রায় ৪১৭ শতাংশ।আগে শ্রীলঙ্কার মুদ্রা অনুযায়ী প্রতি কেজি ডালের দাম ছিল ১২০ রুপি।তবে এখন তা ৬২০ রুপি।এদিকে আলুর দাম ২৪০ রুপি থেকে ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৩০ রুপি।চিনির দামও এক ধাক্কায় ১০০ রুপি থেকে বেড়ে ৩৪০ রুপি প্রতি কেজি। চালের দাম ৯০ থেকে ১৪৪ শতাংশ বেড়ে হয়েছে ২২০ রুপি।এছাড়াও নারকেল-সহ উল্লেখযোগ্য ভাবে দাম বেড়েছে মাছ, কাঁচালঙ্কা,নারকেল তেল ইত্যাদি পণ্যের।কিন্তু আগের তুলনায় দাম কমেছে লাল পেঁয়াজের।

ভারতের মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরকারের সমালোচনা করেছে দেশের বিভিন্ন মহল।তবে এখন শ্রীলঙ্কার বর্তমান বাজারদরের হাল দেখলে তাদেরও চোখ কপালে উঠবে।এমনকি বিভিন্ন জিনিসের বাজারদর দেখলেও তা বোঝা যাবে যে, কেমন ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন শ্রীলঙ্কার মানুষ। প্রসঙ্গত,অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কার মানুষ।তা নিয়ে সে দেশের দেশবাসীদের মধ্যে জ্বলছিল রোষের আগুন।বর্তমানে তা বেড়ে দাবানলের আকার নিয়েছে।ইতিমধ্যেই জনগণের বিক্ষোভের সামনে নতিস্বীকার করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।এবং দেশ ছাড়ার পর ইমেল করে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি
Related News