#Pravati Sangbad Digital Desk:
কোভিড-১৯ মহামারির সময়ে বিশ্ব জুড়ে জোর ধাক্কা ক্ষেয়েছিল উড়ান শিল্প। তবে, এখন আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়চ্ছে উড়ান সংস্থাগুলি। এরই মধ্যে ভারতের নবতম উ়ড়ান সংস্থা ‘আকাশ এয়ার’ বিভিন্ন পদে নিয়োগ করা শুরু করল। শুধুমাত্র কেবিন ক্রু-ই নয়, অ্যাকাউন্ট্যান্ট, ফ্লাইট অপারেশন প্রশিক্ষক, বিমান পরিষেবা প্রশিক্ষক, এমনকি চিকিৎসকদের জন্যও চাকরি রয়েছে এই উড়ান সংস্থায়। সবথেকে বড় কথা ফ্রেশারদের জন্যও রয়েছে প্রচুর শূন্যপদ।
চলতি মাসের শেষ দিকে মাত্র দুটি উড়োজাহাজ নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে এই দেশীয় উড়ান সংস্থা।
চাকরির বিবরণ
ফ্রেশার কেবিন ক্রু, অভিজ্ঞ কেবিন ক্রু, ডাক্তারি (এমবিবিএস) ব্যবস্থাপক, এক্সিকিউটিভ অ্যাকাউন্ট, এসইপি প্রশিক্ষক, গ্রাউন্ড ইন্সট্রাক্টর / সাবজেক্ট ম্যাটার বিশেষজ্ঞ, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষক, রিসোর্স ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর / কেবিন ক্রু রেকর্ড মিলিয়ে শতাধিক পদে নিয়োগ করা হবে। সবকটি নিয়োগই হবে পূর্ণ-সময়ের জন্য। নিয়োগস্থল হবে দিল্লি, মুম্বই অথবা বেঙ্গালুরুতে। কলকাতায় এখনও পর্যন্ত আকাশ এয়ারের কোনও কার্যক্রম নেই।
শূন্যপদের বিবরণ
ফ্রেশার কেবিন ক্রু – ১০০
অভিজ্ঞ কেবিন ক্রু – ১
ডাক্তারি (এমবিবিএস) ব্যবস্থাপক – ১
এক্সিকিউটিভ অ্যাকাউন্ট পেয়েবল – ১
ডিজিসিএ অনুমোদিত বি-৭৩৭-এর যোগ্যতা অর্জনকারী এসইপি প্রশিক্ষক – ১
ডিজিসিএ অনুমোদিত গ্রাউন্ড ইন্সট্রাক্টর / সাবজেক্ট ম্যাটার বিশেষজ্ঞ – ১
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষক – ১
ডিজিসিএ অনুমোদিত ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর / কেবিন ক্রু রেকর্ড – ১
বেতন
এখনও পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কোনও পদেরই বেতনের বিবরণ জানানো হয়নি।
যোগ্যতা
পদ ভেদে যোগ্যতার বিভিন্ন মাঠকাঠি নির্ধারণ করা হয়েছে। যেমন কেবিন ক্রুদের ক্ষেত্রে অন্ততপক্ষে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে ইংরাজি ও হিন্দি বলায় সাবলীল হতে হবে। এছাড়া, উচ্চতা ও ওজনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ফ্রেশারদের ক্ষেত্রে আবেদনের জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছর। ট্যাটু থাকা চলবে না। প্রত্যেকটি পদের জন্য আবেদন করতে গেলেই বৈধ পাসপোর্ট, প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে, ভারতীয় নাগরিক হতে হবে।
এয়ার অপারেটর সার্টিফিকেট
অতি সম্প্রতি এয়ারলাইন্সটি অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন’ বা ‘ডিজিসিএ’ (DGCA)-এর থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট বা এওসি (AOC) পেয়েছে। আকাশ এয়ারের প্রতিষ্ঠাতা তথা প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বিনয় দুবে বলেছেন, ‘এওসি প্রক্রিয়া জুড়ে তাদের গঠনমূলক নির্দেশনা, সক্রিয় সমর্থনের জন্য আমরা অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডিজিসিএ-র কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা এখন আমাদের ফ্লাইটের টিকিটগুলি বিক্রয়ের জন্য উন্মুখ। জুলাইয়ের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। এটি শুধু আকাশ এয়ার এবং ভারতীয় বিমান পরিবহণের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলকই নয়, বরং একটি প্রাণবন্ত এবং স্থিতিস্থাপক ভারতের কাহিনির সাক্ষ্যও বটে।’
ইউনিফর্ম
গত সপ্তাহে, এয়ারলাইনটি তাদের ক্রু ইউনিফর্ম উদ্বোধন করেছে। কমলা-এবং-কালো রঙের নকশা করা হয়েছে উর্দিটি।