Flash News
Monday, September 22, 2025

বিদ্রোহ আর চুমুর দিব্যি, শ্রীলঙ্কার রাজপথে প্রেমের মরশুম

banner

journalist Name : Samata Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

জ্বলছে দ্বীপরাষ্ট্র, অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গেতাবায়া রাজাপক্ষে৷ জনগণের দখলে রাষ্ট্রপতিভবন৷  রাজপথে মানুষের ঢল৷ চারিদিকে শুধুই বিক্ষোভ৷ এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক যুগলের চুম্বনরত ছবি৷ ভিড়ের মাঝে প্রেমের এই উষ্ণতায় মুগ্ধ বিশ্বদুনিয়া৷ এই দৃশ্য মনে করাচ্ছে সেই বিখ্যাত কবিতা ‘বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। মনে করাচ্ছে সেই বিখ্যাত আহ্বান ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর’৷ 
গত সপ্তাহের শেষে বিদ্রোহের ঢেউ আছড়ে পড়েছিল প্রেসিডেন্টের বাসভবনে৷ গোটা ভবন দখল নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়ায় বিদ্রোহীরা৷ সাধারণ মানুষের সঙ্গে পথে নামেন ক্রিকেট কিংবদন্তীরা। 
খবর মেলে শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধান নাকি নৌসেনা শিবিরে লুকিয়ে রয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে সেনা বিমানে করে দেশ ছাড়েন রাষ্ট্রপতি। আশ্রয় নেন মলদ্বীপে৷ 
প্রেসিডেন্ট দেশ ছাড়ার পর উত্তেজনা আরও চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে কলম্বোয়। এহেন কঠিন পরিস্থিতির মধ্যেও ওই জুটি ঠোঁটে ঠোঁট রেখে গড়ে তুলল ব্যারিকেট৷ বিদ্রোহের মাঝেই তাঁরা গড়ে তুলল নিজেদের ভালোবাসার জগৎ৷ 
অনেকেই আবার ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ৷  অনেকে আবার বিদ্রোহের আবহে প্রেমের এমন স্বতঃস্ফূর্ত প্রকাশের তারিফ করেছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ
Related News