#Pravati Sangbad Digital Desk:
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন অবশেষে ৫৬ বছরের ললিত মোদির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। নতুন জুটিকে শুভেচ্ছা জানানোর হিড়িকের মাঝে ভ্যাবাচ্যাকা খেয়েছেন অধিকাংশ মানুষ।
এদিন টুইটে ললিত মোদি লেখেন," লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব।নতুন শুরু, নতুন পরিবার। স্বপ্নের দেশে আছি।"কেউ কেউ যেমন সাফ মন্তব্য করছেন, 'টাকা দিয়ে সব জেতা যায়'। অর্থাত্ মোটা টাকার লোভেই নাকি প্রাক্তন মিস ইউনিভার্স প্রেম করছেন ললিত মোদীর সঙ্গে। আবার অনেকে বলছেন, সুস্মিতা সেন আর পাঁচজন নায়িকার চেয়ে আলাদা। তাঁর ব্যক্তিত্ব ও ঋজু চরিত্র সকলের কাছে আকর্ষণীয়। এমন সুস্মিতা কী করে একটি দুর্নীতিগ্রস্ত লোকের প্রেমিকা হয়ে গেলেন! কেউ আবার লিখেছেন, 'নায়িকার প্রতি সব সম্মান চলে গেল আজ থেকে।'
আইপিএলের প্রাক্তন এই চেয়ারম্যান পোস্টে সুস্মিতাকে সরাসরি 'বেটার হাফ' উল্লেখ করেছেন । যা চোখে পড়তেই রীতিমতো থ সকলেই। যাঁদের প্রেম করার গুঞ্জনটুকু শোনা গেল না, তাঁরা একেবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই নিজের ভুল শুধরে নিলেন ললিত মোদি।তিনি জানিয়ে দিলেন, সুস্মিতাকে তিনি বিয়ে করেননি। দু'জনে স্রেফ ডেট করছেন এই মুহূর্তে। তবে 'বিয়ে হবে একদিন', সোশ্যাল মিডিয়ায় অকপট ললিত।তিনি সুস্মিতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি, তাঁর সঙ্গেই নতুন অধ্যায় শুরু করতে চান তারই ইঙ্গিত দিলেন।
১৯৯০ সালের অক্টোবরে মিনাল মোদীকে বিয়ে করেছিলেন ললিত। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মিনাল। সুস্মিতার সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মিনালের। তিন সন্তানও রয়েছে মিনাল ও ললিতের।অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর খোলামেলা সুস্মিতা সেন। এর আগে যতবার যার সঙ্গে প্রেম করেছেন, অকপটে স্বীকার করেছেন। সম্পর্ক ভাঙলেও তা শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখে কুলুপ তাঁর।