Flash News
Monday, September 22, 2025

শুরু হল বিনামূল্যে বুস্টার ডোজ টিকাকরণ

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা বুস্টার ডোজের বিনামূল্যে টীকাকরণ শুরু হয়েছে আজ। দেশের সরকারি হাসপাতালে সাধারণ মানুষেরা বিনামূল্যে পাবেন বুস্টার ডোজ। ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকই পাবেন এই বুস্টার ডোজ। বিনামূল্যে টিকাকরণের সময়সীমা সীমিত। এমনটাই ঘোষণা করেছেন মোদি সরকার। ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ঘোষণা করেছেন মোদি সরকার। বিনামূল্যে ৭৫ দিন দেওয়া হবে এই বুস্টার ডোজ। কোভিশীলড এবং প্রোভেকশন এই দুটি ভ্যাকসনেরই বুস্টার পাওয়া যাবে।
করোনার বুস্টার ডোজ তারাই পাবেন যারা কোরোনার দুটি ডোজই নিয়েছেন। প্রমাণ পত্র নিয়ে যেতে হবে ভ্যাকসিন কেন্দ্রে। ষাট  ঊর্ধ্ব ব্যক্তিদেরও একই নিয়ম । সঙ্গে পরিচয়পত্র হিসেবে আনতে হবে আধার কার্ড। কলকাতা পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ। ১বি গোপাল চ্যাটার্জী রোড, ১২৬ কালী চরণ ঘোষ রোড, ইন্দ্র বিশ্বাস আরডি এবং তারাশঙ্কর সরণীর ক্রসিং, গোপাল মুখার্জী রোড, পাইকপাড়া,৭৮/৪- বাগবাজার স্ট্রিট,৫৬/১ রাজা রাজ - বল্লভ স্ট্রিট, ৫এ রাজা নব কৃষ্ণ স্ট্রিট, রাজা দীনেন্দ্র স্ট্রিট, নীলমনি মিত্র স্ট্রিট, মসজিদ বাড়ি স্ট্রিট, উল্টাডাঙ্গা মেইন রোড, ৪০ ক্যানাল ইস্ট রোড, পি-১৯ সিআইটি রোড এবং ৯৪ কে জি বসু সরণি প্রভৃতি  জায়গায়  দেওয়া হচ্ছে কোভিড শীল্ডের বুস্টার ডোজ।
কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই বুস্টার ডোজের টিকাকরনে জোর দিয়েছেন মোদি সরকার। এই পদক্ষেপ করোনার চতুর্থ ওয়েভের নিয়ন্ত্রণ রেখাও বলতে পারেন। প্রসঙ্গত, রাজ্যে দৈনিক করোনার  সংখ্যা ৩০০০ পেরিয়ে গেছে। মৃত্যু হয়েছে পাঁচ জনের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News