#Pravati Sangbad Digital Desk:
রাজ্যে যখন চাকরির অভাব তখন পুরুলিয়া একটি কলেজে প্রকাশিত হলো অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি।সেই কলেজে অতিথি শিক্ষক নিয়োগের আবেদনের শেষ দিন ২২জুলাই। সব মিলিয়ে ৩টি শূন্যপদ রয়েছে। বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ে ১ জন করে নিয়োগ করা হবে।পুরুলিয়ার জেলার একটি কলেজের সম্পূর্ণ চুক্তি ভিত্তিতে অতিথি শিক্ষক পদে নিয়োগ করা হবে।আবেদন জমা দেওয়ার ঠিকানা- Office of the DIET (Main Campus), Bonhbari, Purulia, Pin- 723147। অফলাইনে আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র যোগ করে খামে ভরে সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। ২২ জুলাই অবধি আবেদন করা যাবে।
এই পদে আবেদনের জন্য বিজ্ঞান/কলা/সমাজ বিজ্ঞান বিষয়ে ৫৫ শতাংশ নম্বর স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়া শিক্ষক পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ১ঘন্টা প্রতি ক্লাসের জন্য ৪০০ টাকা করে তাদের বেতন দেওয়া হবে।