Flash News
Tuesday, September 23, 2025

আদালতের নির্দেশ মেনে নবম-দশমের মেধাতালিকা প্রকাশে SSC

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে আদালতের নির্দেশ মেনে ব্রেকআপ মার্কস সহ মেধাতালিকা প্রকাশ করল SSC তথা স্কুল সার্ভিস কমিশন।কোর্টের নির্দেশ মতো এসএসসি-র তরফ থেকে নবম ও দশম শ্রেণির ব্রেকআপ মার্কস তথা একাডেমিক নম্বর,লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের নম্বরের বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করা হল।
কোর্টের নির্দেশ ছিল ১৫ জুলাইয়ের মধ্যে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী নবম-দশম শ্রেণির মেধা তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত নম্বর সহ ভাইভা এবং শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত তালিকা প্রকাশ করতে হবে। আদালতের নির্দেশে সেই তালিকাই প্রকাশ করল এসএসসি।প্রকাশ করা হয়েছে ওয়েটিং প্রার্থীদের তালিকাও।
গত বৃহস্পতিবার এনআইসি, সিবিআই,স্কুল সার্ভিস কমিশনের প্রযুক্তিবিদ ও টেকনিক্যাল এক্সপার্টরা সার্ভারের অ্যাক্সেস নিয়ে কাজ করছিলেন। জানা গিয়েছে, সিবিআই অফিসারদের উপস্থিতিতে সার্ভার রুমে দুদিন ধরে সমস্ত কাজ হয়।কাজকর্ম করেছেন এসএসসি ও বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্টরা।কম্পিউটার সেট আপডেট করা হয়েছে সেখানে।এমনকি এর পাশাপাশি তথ্য আপলোড এর কাজও চলেছে বলে এমনটাই খবর পাওয়া গিয়েছিল।শেষমেশ কোর্টের নির্দেশ অনুযায়ী নবম-দশমের মেধা তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News