#Pravati Sangbad Digital Desk:
কয়লা পাচারকাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তলব পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতোকে। সূত্রের খবর, শুক্রবার সকাল ১১টা নাগাদ নয়াদিল্লির সদর দফতরে ডাকা হয়েছে তাঁকে। একই সঙ্গে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও। কয়লা কাণ্ডে এই নিয়ে চতুর্থবার মলয়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, একাধিক সাক্ষীর বয়ানে মন্ত্রীর নাম উঠে এসেছে। এর আগে তিন বার তলব করা হয়। এক বার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেও অনেক ক্ষেত্রেই তথ্য মিলছে না। তিনি কিছু গোপন করছেন বলে মনে করছেন তদন্তকারীরা। তাই আবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার সকাল ১১টায় দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে দু’জনকেই।
দীর্ঘদিন তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সুশান্ত। এক সময় পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঘমুণ্ডি থেকে বিধায়ক হন। একই সঙ্গে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। গত বছর তাঁর বিরুদ্ধে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, কয়লা পাচারকাণ্ডে সুশান্তর যোগ আছে। তার ঠিক পরই সক্রিয় হয়ে উঠেছে ইডি। তবে ইডি-র তলব নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি বাঘমুণ্ডির বিধায়ক। অভিষেক ব্যানার্জি পুরুলিয়া ও বাঁকুড়ায় দলের তরফে দায়িত্বে ছিলেন। অভিষেক ব্যানার্জি দায়িত্বে থাকাকালীনই বাঁকুড়া ও পুরুলিয়ায় কয়লা পাচারের কারবারা রমরমা চেহারা নেয়। এর আগে কয়লাকাণ্ডে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ইডি’র একটি সূত্রে জানা গেছে আয়কর দপ্তরের সঙ্গে যৌথ তল্লাশি থেকে মেলা নথি এবং ডিজিটাল এভিডেন্স থেকে দেখা যায় ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রের মাধ্যমে থাইল্যান্ডের ব্যাঙ্কে (সিয়াম প্যারাগন ব্রাঞ্চ) রুজিরা নারুলা ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। তলবের মুখে পড়া বিধায়ক সুশান্ত মাহাতো অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিয়। এর আগে কয়লাকাণ্ডে বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করেছিল সিবিআই। ইডি’র একটি সূত্রে জানা গেছে আয়কর দপ্তরের সঙ্গে যৌথ তল্লাশি থেকে মেলা নথি এবং ডিজিটাল এভিডেন্স থেকে দেখা যায় ইতিমধ্যে কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রের মাধ্যমে থাইল্যান্ডের ব্যাঙ্কে (সিয়াম প্যারাগন ব্রাঞ্চ) রুজিরা নারুলা ব্যানার্জির অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। তলবের মুখে পড়া বিধায়ক সুশান্ত মাহাতো অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলেই পরিচিত।