Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

জনসাধারণের জন্য মা উড়ালপুলে চালু হল হেল্পলাইন নম্বর

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

নিয়ম আছে একবার গাড়ি নিয়ে উঠে পড়লে আর থামা যায়না। হ্যাঁ মা উড়ালপুরের কথাই বলছি। কিন্তু উড়াল পুলে যেতে যেতে যদি গাড়ি খারাপ হয়ে যায়? সেই সমস্যার সমাধান করতে কলকাতা পুলিশ নিয়ে এলো হেল্প লাইন নম্বর। সমাধানের  পরিষেবায় তৎপর কলকাতা পুলিশ।
কলকাতার সব থেকে ব্যস্ততম পুল হল মা ওড়ালপুল। গাড়ি চালানোর সময় গাড়ি থামানোর নিয়ম নেই। সব সময় গাড়িতে ব্যস্ততা লেগেই আছে। উড়াল পুলের বাঁকে হামেশাই ঘটে দুর্ঘটনা। এমনকি মাস কয়েক আগে উড়ালপুল থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের এবং আহত হয় একজন।
তবে এবার থেকে, মা উড়াল পুলে যেতে যেতে যদি গাড়ি খারাপ হয়ে যায়, যদি সমস্যায় পড়েন, সেই সমস্যা সমাধানের জন্য কলকাতা পুলিশ চালু করলে হেল্পলাইন নম্বর ১০৭৩। এই নম্বরে ডায়াল করলে পাবেন সমস্যার সমাধান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জনস্বার্থ
Related News