Flash News
    No Flash News Today..!!
Tuesday, September 30, 2025

ভারতের বাজারে আসছে ৫ দরজার মারুতি চিমনি

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

মারুতি বারবার আশা জাগিয়ে হতাশ করে। দেশ ইঙ্গিত পেয়েছিল কয়েকদিন আগেই মারুতির টিজারে অফরোডার চিমনির। তবে এদিন মারুতি জানিয়ে দেয় , টিজারে দেখানো গাড়ি হল এসক্রসের নতুন সংস্করণ, মারুতি চিমনি নয়।  শোনা যাচ্ছে যে পাঁচ দরজার  মারুতি চিমনি আগামী বছরে দেশের রাস্তায় দেখা যাবে। ভারতের কারখানা থেকে তৈরি চিমনি রফতানি করা হয় বিদেশে। ভারতের কপালে জোটে না অফরোডার। বিদেশের মাটিতে দেখতে পাবেন চিমনির তিন দরজাওয়ালা গাড়ি। এই গাড়ি বিক্রি হয় পুরোনো ৪ স্পিড অটোমেটিক  নয়তো ৫ স্পিড ম্যানুয়াল। অটোসাইট  গুলির মতে , মারুতি  ভারতের বাজারে আনতে চলেছে পাঁচ দরজাওয়ালা চিমনি।
সূত্রের খবর, মারুতি ভারতের বাজারে আনবে  হালকা হাইব্রিড ইঞ্জিন-সহ ৫ দরজার গাড়ি।  লম্বা হুইল বেস থাকবে  পাঁচ দরজার চিমনি তে। পিছনে এবং সামনের দরজার জন্য থাকবে আলাদা ডিজাইন। বাইরের বাজারের থেকে অনেক বেশি চওড়া হবে এই গাড়ি।
দিল্লির অটো এক্সপোতে আগেই দেখানো হয়েছিল মারুতি চিমনি। যেটা আন্তর্জাতিক মডেলের কার্বন কপি। এবার নকশা পরিবর্তন করা হবে ভারতের কথা মাথায় রেখে। আশা করতে পারেন এতে নতুন ব্লেজার মতো  একটি বড়ো টাচস্ক্রিন ও কানেক্টেড গাড়ি  প্রযুক্তির মতো প্রিমিয়াম বৈশিষ্ট্য থাকবে। Brezza - র মতো এতে থাকতে পারে ৫ স্পিড ম্যানুয়াল হালকা হাইব্রিড ১.৫ লিটার পেট্রোল  ও একটি ৬  স্পিড অটোমেটিক ইঞ্জিন। চিমনিতে  পাবেন ৪* ৪ সিস্টেম।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News