শ্মশান দুর্নীতি মামলায় অধিকারী পরিবারের গাড়িচালক গ্রেফতার

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

অবশেষে কাঁথি পুরসভা দুর্নীতি মামলায় পুলিশের জালে এক অভিযুক্ত।  তিনি অধিকারী পরিবারের ঘনিষ্ঠ  এমনটাই জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত অধিকারী পরিবারের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সোমবার রাতভর অভিযান চালিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িচালক গোপাল সিং-কে গ্রেফতার করেছে।কাঁথি শহরের আঠিলাগড়ি গ্রামে তাঁর বাড়ি।
তৎকালীন পুরপ্রধান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি শহরে রাঙামাটি শ্মশান সংলগ্ন স্টল নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে বলে এমনটাই সূত্রের খবর। তদন্তের দাবি জানিয়ে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাঁথির বর্তমান পুরপ্রধান সুবল কুমার মান্না৷ তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী, সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী নামে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পেয়ে তদন্তে নেমে সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার বেরা ও ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।এরপর সৌমেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা রুজু করলে, আদালত নির্দেশ দেয় ১৩ ই জুলাই পর্যন্ত সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার না করার। তবে তদন্তের জেরে জিজ্ঞাসাবাদ চালাতে পারে পুলিশ।তদন্তের স্বার্থে সোমবার রাতে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ তথা সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং-কে গ্রেফতার করে পুলিশ৷
গোপাল সিং কাঁথি পুরসভার সরকারি চালক ছিলেন। সৌমেন্দু অধিকারীর আমলে পুরসভার গাড়ি না চালিয়ে সৌমেন্দু অধিকারীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন তিনি।গত কয়েকমাস আগে পৌরসভা থেকে অবসর গ্রহণ করেন গোপাল সিং৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি
Related News