Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বছর সাতেক আগের অবস্থান কর্মসূচির জেরে বামফ্রন্টের নেতাদের হাজিরা আদালতে

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangad Digital Desk:

সিই এস সি দফতরের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি। বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। সাত বছর আগে ধর্মতলার কাছে সেই প্রতিবাদ কর্মসূচির জেরে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের পলিট বুরো সদস্য সূর্যকান্ত মিশ্র কে আদালতে হাজিরা দিয়ে জামিন নিতে হল। মঙ্গলবার ব্যাংঙ্কশাল কোর্টে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে ৫০০ টাকা করে বন্ডের বিনিময়ে।
সিই এস সি-র ভিক্টোরিয়া হাউস এর সামনে কলকাতা জেলা বামফ্রন্ট ২০১৫ সালের অক্টোবর মাসে  দিনভর বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছিলেন। সেদিন বাম নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। মামলা করা হয়েছিল তৎকালীন সিপিআই এর  রাজ্য।সম্পাদক মঞ্জু কুমার মজুমদার, নিরঞ্জন চট্টোপাধ্যায় এবং সিপিএমের কলকাতা জেলা সম্পাদকের নামেও। মামলা হয়েছিল সিটু নেতা  প্রয়াত নিজামুদ্দিনের নামেও।
বিমান বাবু বলেন, পুলিশকে জানিয়ে এবং অনুমতি নিয়েই  সাত বছর আগে ওই কর্মসূচি হয়েছিল। এই অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন, 'আমরা নিজেদেরকে দোষী মনে করি কিনা, আদালত তা জানতে চেয়েছিল। বলেছি আমরা নির্দোষ'। আগামী ৪ নভেম্বর পরবর্তী শুনানের দিন ধার্য করা হয়েছে।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News