Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

শীতে ত্বক ও চুলের যাবতীয় প্রয়োজন মেটাতে বেছে নিন নারকেল তেল!-জানুন এর অজনা কিছু ব্যাবহার!

banner

journalist Name : Sohini Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

শীতকাল পড়লেই যার কথা সবার আগে মাথায় আসে সেটি হলো নারকেল তেল। রান্না-বান্না থেকে শুরু করে ত্বক চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে এই তেল। এতে আছে প্রচুর পরিমানে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য উপকারি। একইসঙ্গে  নারকেল তেলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা ত্বকের পাশাপাশি ঘরের যাবতীয় সমস্যার সমাধান করে। তাই আজকে রইলো নারকেল তেলের এমন কিছু জাদুকরী ব্যবহার যা শুনলে অবাক হবেন।


. ঘরে থাকা মেকআপ রিমুভার শেষ? মেকআপ না তুলেই শুয়ে পড়ছেন? এই ভুল না করে বেছে নিন নারকেল তেল। রাতে শোয়ার আগে নারকেল তেল দিয়ে মুছে নিন সম্পূর্ণ মেকআপ।

. হাতে পায়ে নখের চারপাশে কিংবা গোড়ালি তে চামড়া মোটা হয়ে খসখস করছে? রাতে শোয়ার আগে লোশনের পরিবর্তে লাগিয়ে নিন নারকেল তেল। এটি ত্বকের শুস্কতা দূর করতে বেশ কার্যকরী।

. শীতের দিনে ত্বকের উজ্জ্বলতা ঢাকা পরে বডি লোশনের চাপে। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ঘরোয়া উপায়ে নারকেল তেলের সাথে চিনি মিশিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক বডি স্ক্রাব।

. নামী দামী ডিওডরেন্ট কিনতেই অর্ধেক হাতখরচা শেষ? তাহলে এবার নারকেল তেলের সাথে বেকিং সোডা কর্ন স্টার্চ মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ডিওডরেন্ট। যা দেহকে রাখবে একেবারেই দুর্গন্ধমুক্ত।

. ত্বক হাইড্রেট রাখতে চুলের মলিনতা দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। তাই শীতের দিনে রুক্ষ শুস্ক চুলের যত্নে খুশকি দূর করতে বেছে নিন এই প্রাকৃতিক কন্ডিশনার।

. মুখের দুর্গন্ধের সমস্যা দূর করতে মুখে রান্না করার নারকেল তেল নিয়ে ভালো করে কুলকুচি করে নিন। নিমেষে দূর হবে দুর্গন্ধ।

. বাচ্চা কিংবা আপনার মাথায় উঁকুনের সমস্যা? হাজারে চেষ্টা করেও দূর হচ্ছেনা? তাহলে এবার বেছে নিন নারকেল তেল। - কোয়া রসুন বেটে নারকেল তেলের সাথে মিশিয়ে ৩০ মিনিট মাথায় লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিলেই মিলবে দ্রুত ফল।

. চোখের নিচের ফোলা ভাব দূর করতে কটনপ্যাডে নারকেল তেল নিয়ে সেটা কিছুক্ষন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। তারপর চোখের নিচে লাগিয়ে রাখুন। নিমেষেই দূর হবে ফোলা ভাব।

. শীতের দিনে দাড়ি গোফ কাটতে গিয়ে যতই শেভিং ক্রিম দিয়ে শেভ করুন না কেন ত্বকের শুস্কতা জ্বালা ভাব থেকেই যায়। তাই এই সমস্যা দূর করতে শেভিং ক্রিম ছেড়ে বেছে নিন নারকেল তেল।


১০. এছাড়াও ঘরের মেঝে কিংবা দেওয়ালে স্টিকার আঠা জাতীয় কোনো জিনিস যা সহজে উঠতে চায়না। সেখানে কিছুক্ষন নারকেল তেল লাগিয়ে রাখুন দেখবেন সহজেই উঠে যাবে।

১১. যেকোনো জায়গায় পুড়ে বা কেটে গেলে কিংবা শেভ করার পর আফটার শেভ ক্রিম না থাকলে চোখ বন্ধ করে ব্যবহার করুন নারকেল তেল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

লাইফস্টাইল স্বাস্থ্য
Related News